মাঠের উপর একটি জলের বোতল রাখা। কিন্তু তার মুখ আটকানো নেই। সেই বোতল থেকেই জল পান করার অনবরত চেষ্টা করে চলেছে একটি কাক। নাগাল না পেয়ে চারপাশে পড়ে থাকা নুড়ি বোতলের ভিতর ফেলতে লাগল সে। জলতল উপরে উঠলে মন ভরে তৃষ্ণা মেটাল কাকটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘টাটার_ট্রাভেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জলের বোতলে বার বার নুড়ি ফেলে জল পান করার চেষ্টা করছে একটি কাক। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। নাগাল না পেয়ে বোতলের আশপাশে পড়ে থাকা নুড়ি-পাথরগুলি ঠোঁটে নিয়ে তা বোতলের ভিতর ফেলে দিল কাকটি।
বার বার নুড়ি ফেলে পরীক্ষা করার জন্য বোতলে ঠোঁট ডোবাতে থাকল সে। কিন্তু জলের নাগাল পেল না। বুঝতে না পেরে বার কয়েক একটি বড় আকারের নুড়ি বোতলের মধ্যে ফেলার চেষ্টা করছিল সে। অবশেষে নুড়ি ফেলে জলস্তর উপরে উঠে এলে তৃষ্ণা মেটাল কাকটি। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ইশপের গল্প তা হলে সত্যি হল। কাকের জলপান চাক্ষুষ করে ভাল লাগল।’’