Advertisement
E-Paper

বিরোধীদের চ্যালেঞ্জ করে নদীর তীরে রিল বানাচ্ছিলেন, পা পিছলে জলে পড়লেন বিজেপি বিধায়ক! ভাইরাল ভিডিয়ো

বিজেপি নেতার নাম রবীন্দ্র সিংহ নেগী ওরফে রবি নেগী। তিনি দিল্লির পটপড়গঞ্জের বিধায়ক। পা ফস্কে তাঁর যমুনা নদীতে পড়ে যাওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৩:০৭
Video shows BJP MLA from Delhi slips in Yamuna River while making reel

যমুনার তীরে বিজেপি বিধায়ক রবি নেগী। ছবি: এক্স থেকে নেওয়া।

আম আদমি পার্টির নেতাদের চ্যালেঞ্জ করে যমুনা নদী কতটা স্বচ্ছ, তা প্রমাণ করতে নদীর তীরে গিয়েছিলেন দিল্লির বিজেপি বিধায়ক। রিল বানাচ্ছিলেন ঘুরে ঘুরে। তখনই ঘটে গেল বিপত্তি। পিচ্ছিল মাটিতে পা ফস্কে সোজা নদীতে গিয়ে পড়লেন তিনি। ওই বিজেপি নেতার নাম রবীন্দ্র সিংহ নেগী ওরফে রবি নেগী। তিনি দিল্লির পটপড়গঞ্জের বিধায়ক। পা ফস্কে তাঁর যমুনা নদীতে পড়ে যাওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

দিল্লিতে যমুনা নদী পরিষ্কার নিয়ে আপ এবং বিজেপি নেতাদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘ দিনের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি তা নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক রবি এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ। এর পরেই যমুনার স্বচ্ছতা প্রমাণ করার জন্য ছট পুজোর আগে ডিএনডি উড়ালপুলের কাছের যমুনার ঘাটে পৌঁছোন তিনি। একটি বোতল হাতে রিল বানাচ্ছিলেন। কিন্তু হঠাৎই কাদায় পা পিছলে নদীতে পড়ে যান রবি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে কটাক্ষের শিকার হতে হচ্ছে রবিকে। যদিও রবির দাবি, ইচ্ছা করেই নদীতে পড়েছিলেন তিনি।

রবির নদীতে পড়ার ভিডিয়োটি একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করেছেন বুরারি বিধানসভার আপ বিধায়ক সঞ্জীব ঝা-ও। ভিডিয়োটি পোস্ট করে সঞ্জীব লিখেছেন, ‘‘ইনি হলেন বিজেপি বিধায়ক রবীন্দ্র নেগী, যিনি মিথ্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছেন। জুমলাবাজি এখন তাঁর পেশায় পরিণত হয়েছে। সম্ভবত এই মিথ্যাচার এবং নকল রাজনীতিতে বিরক্ত হয়ে, মা যমুনা তাঁকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন।’’

ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Viral Video BJP MLA AAP Yamuna River
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy