ভারতে এখন বিয়ের মরসুম। এই আবহে বিয়েবাড়ির নিত্যনতুন ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসছে। ভাইরাল হচ্ছে ভিডিয়োগুলি। সে রকমই একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের মঞ্চে মালাবদলের সময় কী ভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন পাত্রী এবং পাত্রের বন্ধু। মালাবদলের সময় বিরক্ত করার জন্য বরের বন্ধুকে মারধরও করেছেন কনে। সেই ঘটনার ভিডিয়োটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই নেটাগরিকদের মধ্যে হইচই পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়িতে মালাবদলের অনুষ্ঠান চলছে। বিয়ের মঞ্চে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন হবু বর এবং বধূ। বরের ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছেন তাঁর এক বন্ধু। কনে যত বারই পাত্রের গলায় মালা পরাতে যাচ্ছেন তত বারই বরকে তাঁর ওই বন্ধু পিছনে টেনে নিচ্ছেন। কিছু ক্ষণ এমনটা চলার পর বিরক্ত হয়ে যান পাত্রী। রেগে গিয়ে তেড়ে যান ওই তরুণের দিকে। মালা ছেড়ে বরের বন্ধুর চুলের মুঠি ধরে তাঁর পিঠে উত্তম-মধ্যম দেন। অবাক হয়ে যান উপস্থিত সকলে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইন্ডিয়ানসেজ়.ইন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন ভিডিয়োটি দেখার পর। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘যেমন বিয়ের সময় বিরক্ত করা! উচিত শাস্তি হয়েছে।’’