প্রতিবাদী আইনজীবীদের সামনে করজোড়ে ক্ষমা চাইলেন আইএএস অফিসার। কান ধরে ওঠবসও করলেন। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের তেমনই একটি ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়েছে। প্রশাসনিক ও আইনি মহলে বিতর্কের জন্ম দিয়েছে ঘটনাটি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবা আইএএস অফিসারের নাম রিঙ্কু সিংহ রাহি। শাহজাহানপুরের পাওয়ায়নের মহকুমাশাসক হিসাবে সদ্য কাজে যোগ দিয়েছেন তিনি। সূত্রের খবর, কাজে যোগ দিয়ে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি। সেখানে এক ব্যক্তিকে শৌচালয়ের বাইরে মলত্যাগ করতে দেখেন রিঙ্কু। রেগে গিয়ে ‘শাস্তি’ হিসাবে ওই ব্যক্তিকে কান ধরে ওঠবস করার নির্দেশ দেন। পাশাপাশি জানিয়ে দেন, মহকুমা অফিসের প্রাঙ্গণে কাউকে যত্রতত্র আবর্জনা ফেলতে দেখলে তাঁদেরও ওঠবস করাবেন তিনি।
আরও পড়ুন:
রিঙ্কুর সেই মন্তব্যের পরেই প্রতিবাদে নামেন স্থানীয় আইনজীবীরা। আইএএস অফিসারের বিরুদ্ধে সাধারণ জনগণকে হেনস্থার অভিযোগ তুলে ধর্নায় বসেন। তাঁকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তাঁরা। এর পরেই বিক্ষোভকারীদের কাছে পৌঁছে যান রিঙ্কু। আশ্চর্যজনক ভাবে প্রতিবাদী আইনজীবীদের সামনে হাতজোড় করে ক্ষমা চান তিনি। কান ধরে ওঠবসও করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন এমনটা করলেন রিঙ্কু? জবাবে আইএএস অফিসার জানিয়েছেন, উত্তেজনা প্রশমিত করতে এবং স্থানীয় আইনজীবীদের সঙ্গে আরও ভাল সমন্বয় গড়ে তোলার জন্য সেই পদক্ষেপ করেছিলেন তিনি।
আরও পড়ুন:
আইএএস অফিসারের কান ধরে ওঠবস করার ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সাংবাদিক সচিন গুপ্তের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ প্রশাসনিক কর্তার ওই ভাবে ক্ষমা চাওয়া নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন। অনেকে আবার খুব সহজে সমস্যা সমাধানের জন্য আইএএস অফিসারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।