রিকশা ‘টানছে’ ডাইনোসরে! পিছনে আরাম করে বসে রয়েছেন গাড়ির চালক। আর তাঁদের দিকে তাকিয়ে হতবাক হয়ে যাচ্ছেন পথচলতি মানুষ থেকে শুরু করে অন্য যানবাহনে থাকা মানুষেরা। অদ্ভুত সেই দৃশ্য দেখা গিয়েছে মধ্যপ্রদেশের জবলপুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে একটি ই-রিকশা। চালকের আসনে এক যুবক। আর তাঁর ঠিক সামনে একটি ডাইনোসরের অবয়ব। না, আসল ডাইনোসর না। তা হওয়া সম্ভবও না। আসলে ডাইনোসরের একটি প্রতিকৃতি ই-রিকশার সামনে বসিয়ে রেখেছেন বৈদ্যুতিন রিকশাটির মালিক। দেখে মনে হচ্ছে, যেন ডাইনোসরেই রিকশা টানছে। আর হাঁ করে সে দিকে তাকিয়ে রয়েছেন পথচলতি মানুষ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ইনস্পায়ারিং লায়ন’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় ১১ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘খুব মজা পেলাম। রিকশাচালকের সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়।’’