চারদিকে ভিড় করে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা। রয়েছেন সহকর্মীরাও। তার মধ্যেই ‘তেরী বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ গানে নেচে তাক লাগালেন গণিতের শিক্ষক। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে সাড়াও ফেলেছে। প্রশংসা কুড়িয়েছেন ওই শিক্ষক। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গণিতের ওই শিক্ষকের নাম নরেশ কৌশিক। শিক্ষা প্রতিষ্ঠানের বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে তাঁকে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের উপর কোট-প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন গণিত শিক্ষক নরেশ। পিছনে একটি টেলিভিশনের পর্দা। হঠাৎ বেজে উঠল শহিদ কপূর অভিনীত বলিউড ছবি ‘তেরী বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’র টাইটেল ট্র্যাক। সঙ্গে সঙ্গে নাচতে শুরু করেন নরেশ। গানের তালে তালে দুর্দান্ত কায়দায় নাচতে থাকেন তিনি। তাঁকে দেখে পড়ুয়া এবং সহকর্মীদের মধ্যে হইহই পড়ে যায়। হাততালি দিয়ে শিক্ষককে উৎসাহ জোগান তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন খোদ ওই শিক্ষক। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় ৩০ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই গণিত শিক্ষকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমাদের সময়ও যদি এ রকম শিক্ষক থাকতেন, তা হলে জীবনটাই অন্য রকম হত।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি দয়া করে কেউ শহিদ কপূরকে পাঠান।’’