শিক্ষকের টাকাভর্তি ব্যাগ কেড়ে গাছে উঠল বাঁদর। ব্যাগ খুলে গাছ থেকেই টাকা উড়িয়ে দিল শূন্যে! আর সেই টাকা কুড়োতে ভিড় জমল রাস্তায়। হুড়োহুড়ি পড়ে গেল। মঙ্গলবার বিকালে উত্তরপ্রদেশের অরিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিকালে অরিয়ার বিধুনা এলাকায় অদ্ভুত ঘটনাটি ঘটে। দোদাপুর গ্রামের বাসিন্দা রোহিতাশ চাঁরা নামে বেসরকারি স্কুলের এক শিক্ষক তাঁর আইনজীবীর সঙ্গে বাইকে করে সরকারি দফতরে যাচ্ছিলেন। সম্পত্তি নথিভুক্তিকরণ সংক্রান্ত কাজ ছিল তাঁর। ওই শিক্ষকের বাইকে একটি ব্যাগে ৮০ হাজার টাকা ছিল। শিক্ষক এবং আইনজীবী যখন কাগজপত্র নিয়ে কথা বলতে ব্যস্ত ছিলেন, তখনই একটি বাঁদর এসে টাকাভর্তি সেই ব্যাগ নিয়ে গাছে উঠে পড়ে। গাছে ওঠার পর ব্যাগটি পরীক্ষা করে দেখে সে। ব্যাগে খাবার খুঁজে না পেয়ে ৫০০ টাকার নোটগুলি গাছ থেকেই উড়িয়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন সেই টাকা কুড়োতে ভিড় করেন। হুড়োহুড়ি পড়ে যায় ওই জায়গায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ৮০ হাজার টাকার মধ্যে ৫২ হাজার টাকা উদ্ধারে সক্ষম হয়েছেন শিক্ষক। বাকি ২৮ হাজার টাকার মধ্যে কিছু ৫০০ টাকার নোট ছিঁড়ে গিয়েছে। কিছু টাকা খোয়া গিয়েছে। গ্রামবাসীদের দাবি, ওই এলাকায় দীর্ঘ দিন ধরে উপদ্রব চালাচ্ছে বাঁদরের দল। প্রায়ই মানুষের ব্যাগ, কাগজপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে পালায় তারা। এ নিয়ে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয়েরা।
আরও পড়ুন:
মঙ্গলবারের সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘শৈলেন্দ্র মৌর্য’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভাইরাল ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। শিক্ষকের কথা ভেবে দুঃখপ্রকাশও করেছেন অনেকে।