Advertisement
E-Paper

রহস্যময় হলুদ তরলে থইথই প্লাটফর্ম, তাতেই পা পিছলে আছাড় যাত্রীদের, পড়লেন ‘রক্ষাকর্তা’ও! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। ওই প্ল্যাটফর্মে যে হলুদ রঙের তরল পদার্থ পড়ে থাকতে দেখা গিয়েছে তা আসলে সর্ষের তেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৮:০৬
Video shows passengers and a rpf jawan slipped in yellow substance spread on Etawah station in Uttar Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

প্ল্যাটফর্মে পড়ে রয়েছে হলুদ রঙের তরল পদার্থ। আর তাতেই পা পিছলে পড়ছেন যাত্রীরা। পা পিছলে পড়ে যান খোদ আরপিএফ জওয়ানও। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে। ওই প্ল্যাটফর্মে যে হলুদ রঙের তরল পদার্থ পড়ে থাকতে দেখা গিয়েছে তা আসলে সর্ষের তেল। কোনও ভাবে সেই তেল প্ল্যাটফর্মে পড়ে যায়। তবে তা এতটাই ছড়িয়ে পড়ে যে কেবল যাত্রীরা নন, এক আরপিএফ জওয়ানও পিছলে মাটিতে পড়ে যান। এর ফলে সমস্যায় পড়তে হয়। ঘটনার সময় প্ল্যাটফর্মে একটি ট্রেনও দাঁড়িয়ে ছিল, যা বিপদের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছিল। পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সর্ষের তেলে পা পিছলে পড়ে গিয়েছেন এক জন আরপিএফ জওয়ান। যাত্রীদের রক্ষাকর্তার পায়ের পাতা ট্রেনের তলায় ঢুকে যায়। তবে ট্রেনটি দাঁড়িয়েছিল বলে কোনও বিপদ ঘটেনি। যাত্রীরা ওই আরপিএফ জওয়ানকে উঠতে সাহায্য করেন। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দুর্গেশ দুবে’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের দাবি, এর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, বিষয়টি রেল কর্তৃপক্ষেরও নজরে এসেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তাদের অবহিত করা হয়েছে বলেও খবর।

Viral Video Uttar Pradesh RPF Jawan Mustard Oil
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy