স্বামী পরকীয়া করছেন, সন্দেহ করছিলেন স্ত্রী। তক্কে তক্কে ছিলেন তরুণী। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের খবর পেতেই হানা দিলেন একটি ফ্ল্যাটে। কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন, তাতে মাথায় হাত পড়ল তরুণীর। ফ্ল্যাটের দরজা খুলে স্বামীকে তো দেখতে পেলেনই, সঙ্গে দেখা মিলল একটি শিশু কন্যারও। স্ত্রীর চোখ এড়িয়ে সেখানে আরও একটি সংসার পেতে ফেলেছেন গুণধর স্বামী! সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্বামীর প্রেমিকাও। স্ত্রীর কাছে পরকীয়া ফাঁস হয়ে যাওয়ায় তরুণ খানিকটা হকচকিয়ে যান। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ভাইরাল এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তাতে দেখা গিয়েছে, দরজা খুলতেই এক তরুণ বেরিয়ে আসেন। স্ত্রীর কাছে ধরা পড়ে যায় তাঁর দ্বৈত সংসারের কথা। তাঁর পাশে দাঁড়িয়ে ছিল তিন থেকে চার বছরের এক বালিকা। তরুণের স্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘এ বার থেকে তা হলে বাকি জীবন এখানেই থেকো।’’ দ্বিতীয় তরুণীর সঙ্গে তলে তলে বেশ কয়েক বছর ধরে সম্পর্ক গড়ে তুলেছিলেন ওই যুবক। সেই তরুণীর সঙ্গে একটি মেয়ে হয় তাঁর। তবে তরুণ দ্বিতীয় বিয়ে করেছেন কি না তা ভিডিয়োয় স্পষ্ট হয়নি। ধরা পড়ার পরেও নির্বিকার ছিলেন তরুণ ও তাঁর প্রেমিকা।
ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ সেটি দেখেন। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে পোস্টে। এক জন লিখেছেন, ‘‘সম্পর্কে সততা বলে আর কিছু অবশিষ্ট নেই।’’ অন্য এক জন তরুণের উদ্দেশে লিখেছেন, ‘‘দুই নৌকায় পা দিয়ে চলা যায় না ভাই, ধরা পড়তেই হয়।’’