টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন সোমবার। মঙ্গলবার সস্ত্রীক বিরাট কোহলিকে দেখা গেল বৃন্দাবনে। স্ত্রী অনুষ্কা এবং দুই সন্তানকে নিয়ে প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছিলেন বিরাট। সেখানে তাঁকে প্রেমানন্দ মহারাজের সঙ্গে কথা বলতে দেখা যায়। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেমানন্দ মহারাজের সামনে হাঁটু মুড়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিরাট এবং অনুষ্কা। এর পর বিরাটকে প্রেমানন্দ মহারাজ জিজ্ঞাসা করেন, ‘‘তুমি কি খুশি?’’ উত্তরে বিরাট বলেন, ‘‘হ্যাঁ, মহারাজ।’’ এর পর বিরাট এবং অনুষ্কার সঙ্গে ভক্তিমূলক কথাবার্তা বলেন মহারাজ। প্রেমানন্দ মহারাজ বলেন, ‘‘তোমার খুশিই থাকা উচিত। বৈভব বা যশ ভগবানের কৃপা নয়। ভগবানের কৃপা অন্তরের চিন্তা বদলানো, যা পূর্বজন্মের সংস্কার মুছে দেয় এবং আগামী জন্ম ভাল হয়। আমাদের স্বভাব বহির্মুখী। মহাপুরুষদের জীবন বদলেছে প্রতিকূলতার মাধ্যমে। তাই প্রতিকূলতাকে গ্রহণ করো। যেমন আছ, সে রকমই থাকো।’’ এর পর বিরাট-অনুষ্কাকে ভক্তি নিয়ে আরও কথা বলেন প্রেমানন্দ মহারাজ। ভগবানের নামজপ করার পরামর্শ দেন। চুপ করে বসে তাঁর কথা শোনেন বিরাট এবং অনুষ্কা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভজন মার্গ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিরাটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটাগরিকেরা। তাঁর ভক্তির প্রশংসা করেছেন অনেকে। ভিডিয়োটি দেখে এক জন লিখেছেন, ‘‘এখনও বিশ্বাস হচ্ছে না যে বিরাট টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, “ওঁরা সবচেয়ে ভাল ভাবে জীবনযাপন করছেন। বিরাট, আপনি সত্যিই ভাল জীবনসঙ্গিনী পেয়েছেন।”
আরও পড়ুন:
২০১১ সালে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। ১৪ বছরে ১২৩টি ম্যাচ খেলেছেন। করেছেন ৯২৩০ রান। ৩০টি শতরানও করেছেন কোহলি। ভারতের অন্যতম সেরা ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তিনি এক দিনের ক্রিকেট খেলবেন। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। এ বার ছাড়লেন টেস্ট ক্রিকেটও।