দত্তপুকুরে জমি ব্যবসায়ী খুনে এক জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কাশিমপুর নতুনপাড়ার খেজুরতলায় খুন হন মন্মথ মণ্ডল নামে এক ব্যক্তি। মন্মথের পরিবারের দাবি, রাজনীতির সঙ্গে এই খুনের কোনও যোগ নেই। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, এই খুনে জড়িত তৃণমূল। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শাসকদলের নেতারা।
মন্মথ খুনে মানিক ব্যাপারী নামে এক জনকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। তাঁর নাম রয়েছে এফআইআরে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এর পিছনে আর কারও হাত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের ছেলে কমলেশ মণ্ডল বলেন, ‘‘কারা বাবাকে গুলি করেছে তা বলতে পারব না। তবে রিপন শীল, মানিক ব্যাপারী এবং সুরজিৎ রায় প্রতিনিয়ত বাবাকে হুমকি দিত। তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না বলতে পারব না। তারা পাড়ায় তোলাবাজি করে। তারাই বাবাকে খুনের হুমকি দিত।’’
তৃণমূলকে মন্মথ খুনে দোষারোপ করছে বিজেপি। বারাসতের বিজেপি সভাপতি তাপস মিত্র বলেন, ‘‘মন্মথ মণ্ডল কৃষক পরিবারের সন্তান। উনি আমাদের দলের সক্রিয় কর্মী এবং দক্ষ সংগঠক ছিলেন। গত বিধানসভা নির্বাচনে উনি দলের হয়ে কাজ করেছিলেন। সেই আক্রোশেই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’’