Advertisement
২০ এপ্রিল ২০২৪
Digha

দিঘার মোহনায় জালে উঠল প্রায় ৮০০ কেজি ওজনের মাছ

দিঘার মোহনায় বিশালাকার একটি মাছ উঠল মৎস্যজীবীদের জালে।

দিঘার মোহনায় মৎস্যজীবীদের জালে বিশালাকার চিলশঙ্কর। নিজস্ব চিত্র।

দিঘার মোহনায় মৎস্যজীবীদের জালে বিশালাকার চিলশঙ্কর। নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন 
দিঘা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ১৪:১৯
Share: Save:

দিঘার মোহনায় বিশালাকার একটি মাছ উঠল মৎস্যজীবীদের জালে। সোমবার সকালে মৎস্যজীবীদের ট্রলারে উঠে আসে ওই চিলশঙ্কর মাছ। জানা গিয়েছে, মাছটির ওজন প্রায় ৭৮০ কিলোগ্রাম। মাছটি প্রায় আট ফুট লম্বা ও পাঁচ ফুট চওড়া।

দিঘার কাছে উদয়পুর সৈকতের কাছে ধরা পড়ে মাছটি। সেই মাছটিকে স্থানীয় বাজারে নিয়ে আসার পর তা নিয়ে রীতিমতো উৎসাহ পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সেই মাছ ধরতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। পাশাপাশি বিশালাকার মাছের ছবি-ভিডিয়ো তোলা নিয়েও হুড়োহুড়ি পড়ে যায়।

জানা গিয়েছে, স্থানীয় বাজারে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে ওই বিশালাকার মাছটি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের ডিরেক্টর পিনাকীরঞ্জন কর বলেছেন, ‘‘ওই বিশালকার মাছ জালে উঠতেই চমকে যান মৎস্যজীবীরা। এটির ওজন প্রায় ৮০০ কিলোগ্রাম। এর আগেও দিঘাতে বিশালাকার মাছ ধরেছেন মৎস্যজীবীরা। কিন্তু এটা সবথেকে বড়।’’ মাছটি স্থানীয় বাজারে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: করবেট থেকে সুন্দরবন, বাঘের ‘বাড়ি’ দেখুন এই ভিডিয়োয়

আরও পড়ুন: লকডাউনের তৃতীয় দিনেও ধরপাকড়, পুলিশি কড়াকড়িতে ঘরবন্দি রাজ্যবাসী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Digha Giant Fish
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE