Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Death

কেরলে মৃত্যু বাংলার শ্রমিকের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি কর্মরত অবস্থায় তাঁর মাথায় বড় পাথর পড়ে যায়। আহত অবস্থায় কেরলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

An image of Death

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কালনা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৩ ০৫:৫৪
Share: Save:

বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল কেরলে। মৃত বাপি বাগ (৩৭) পূর্ব বর্ধমানের কালনা ১-এর ধাত্রীগ্রাম মাঠপাড়ার বাসিন্দা ছিলেন। শনিবার তাঁর দেহ বাড়িতে পৌঁছয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপি কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি কর্মরত অবস্থায় তাঁর মাথায় বড় পাথর পড়ে যায়। আহত অবস্থায় কেরলের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

ঘটনায় দুঃখপ্রকাশ করে ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী জানান, পঞ্চায়েত থেকে ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে মৃতের পরিবারকে। এ ছাড়া, রাজ্য সরকারও যাতে ক্ষতিপূরণ দেয়, সে চেষ্টা চলছে।

এ দিকে, যুবকের যেখানে বাড়ি, সেই এলাকাতেই রয়েছে দু’টি পুজো মণ্ডপ। বাপির দেহ এলাকায় পৌঁছতেই উৎসবের পরিবেশ বদলে যায় শোকে। বাপির মা পদ্ম বলেন, “পরিবারের অভাব ঘোচাতে ছেলেকে ভিন্-রাজ্যে কাজে যেতে হয়েছিল। পুজোর সময় এমন ঘটনা ঘটবে, দুঃস্বপ্নেও ভাবিনি।” স্ত্রী কল্পনা বাগের বক্তব্য, “স্বামীর দুর্ঘটনার পরে থেকে দু’চোখের পাতা এক করতে পারিনি। ভাবিনি দূরে কাজে গিয়ে বাড়ি ফিরবে ওঁর দেহ।”

প্রসঙ্গত, এই ব্লকেরই নতুনচর এলাকায় দু’জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল গুজরাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Labour Kalna Kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE