বর্ধমান শহরের ২৭ নম্বর ওয়ার্ডের বাবুরবাগ নতুনপল্লিতে তুহিনা খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফরেন্সিক বিভাগের দুই সদস্যের দল তদন্তে এল রবিবার। দলের নেতৃত্বে ছিলেন চিত্রাক্ষ সরকার। এ ছাড়া ছিলেন পুলিশের ডিএসপি অতনু ঘোষাল। তাঁরা তরুণীর লেখা একটি ডায়েরি উদ্ধার করেছেন । তদন্তের অগ্রগতি দেখে কিছুটা আশ্বস্ত মৃতার পরিবার।
প্রসঙ্গত পুরভোট মিটতে না মিটতে বর্ধমান শহরে উত্তেজনা ছড়ায় ওই তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে। ২ মার্চ বিকেলে বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম তুহিনা খাতুন( ১৮)। তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এই মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তুহিনার পরিবারের দাবি, তাঁরা তৃণমূল সমর্থক, ২৭ নম্বর ওয়ার্ডের জয়হিন্দ বাহিনীর সভাপতি মোক্তার মিঞার অনুগামী ।