Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Bardhaman

Bardhaman: একশো দিনের কাজ নেই, ভাতারে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের

শুক্রবার সকাল থেকেই গ্রামের প্রচুর পুরুষ ও মহিলা জড়ো হতে থাকেন পঞ্চায়েত অফিসের সামনে।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ভাতার শেষ আপডেট: ০৯ জুলাই ২০২১ ২২:২৭
Share: Save:

একশো দিনের কাজ পাচ্ছেন না এলাকার মানুষ। পূর্ব বর্ধমানের ভাতারে সাহেবগঞ্জ ২ নম্বর পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছ়ড়ায়। পঞ্চায়েত প্রধান বিনয়কৃষ্ণ ঘোষকেও ঘেরাও করেন স্থানীরা। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

শুক্রবার সকাল থেকেই গ্রামের প্রচুর পুরুষ ও মহিলা জড়ো হতে থাকেন পঞ্চায়েত অফিসের সামনে। প্রধানের সঙ্গে বিক্ষোভকারীদের একটি দল দীর্ঘ ক্ষণ বৈঠকও করে। তাতে সমাধান উঠে না আসায় ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, সবাই একশো দিনের কাজ পাচ্ছেন না। পাশাপাশি সরকারি আবাস যোজনার আওতায় বাড়ি তৈরি নিয়ে চরম অনিয়ম হচ্ছে। এলাকার বহু বাড়িতে শৌচাগার নেই। প্রধানকে এ বিষয়ে বারবার জানিয়েও কাজ হচ্ছে না। উন্নয়নের কাজে পঞ্চায়েতের কোনও উদ্যোগ নেই বলেই অভিযোগ করেন ওড়গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ।

যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, এ সব চক্রান্ত। কয়েকজনকে উস্কে ঝামেলা করানো হয়েছে। ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, ‘‘বিক্ষোভ হয়নি। আলোচনার জন্য বসেছিল। আমি বিধানসভা থেকে ফিরে আসি, তার পর আলোচনা করে সব সমাধান করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bardhaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE