পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে-কে প্রকাশ্যেই কড়া ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিলেন, ‘রাজনৈতিক চাপে’ কাজ করতে কোনও অসুবিধা হলে যেন ওই আইপিএস সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ওই কথা বলেন। পাশাপাশিই, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজির উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ সুপারকে বলেন, ‘‘পূর্ণেন্দু তো কাজ করছে। ওকে দেখে শেখো!’’
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর হল বিজেপি বিধায়ক তথা রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা। ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী মমতাকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে অত্যন্ত স্বল্প ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু।
মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট যে, তিনি পূর্ব মেদিনীপুরের এসপি-কে চাপ দিচ্ছেন তৃণমূলের হয়ে কাজ করার জন্য। ওই অফিসারেরা পশ্চিমবঙ্গ সরকারের কাজ করেন। তৃণমূলের নয়। তৃণমূল তাঁদের বেতনও দেয় না। উনি (মমতা) অফিসারদের রাজনৈতিক চাপের মধ্যে রাখতে চান। কিন্তু উনি কিছুই করতে পারবেন না। বড়জোর কম্পালসরি ওয়েটিংয়ে পাঠিয়ে দিতে পারেন! দুর্ভাগ্যজনক ভাবে, মুখ্যমন্ত্রীর এই ধরনের ব্যবহারের জন্য যাঁদের বাড়ি এই রাজ্যে নয়, তেমন কোনও কোনও অফিসার পশ্চিমবঙ্গে কাজ করতে আসতে চাইছেন না।’’