পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজে পর্যবেক্ষক তাঁরা। কিন্তু নির্বাচন কমিশনকে না-জানিয়ে বা অনুমতি না নিয়ে তিন আধিকারিককে বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে সেই বিষয়ে চিঠি দিল কমিশন। চিঠিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সরকারের এই আদেশ প্রত্যাহার করতে হবে।
এসআইআরের কাজে যুক্ত আধিকারিকদের বদলি করার নির্দেশ দিল রাজ্য সরকার, তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। তারা জানিয়েছে, কমিশনের অনুমতি ছাড়াও ওই তিন আইএএস অফিসারকে বদলি বা অতিরিক্ত দায়িত্ব দেওয়ারনির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
যে তিন আধিকারিকের বদলি নিয়ে তরজা, তাঁরা হলেন অশ্বিনীকুমার যাদব, রণধীর কুমার এবং স্মিতা পাণ্ডে। অশ্বিনীকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে কমিশন। উত্তর ২৪ পরগনা এবং কলকাতা উত্তরের পর্যবেক্ষক রণধীর। আর স্মিতা দায়িত্ব সামলাচ্ছিলেন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের পর্যবেক্ষক হিসাবে। সম্প্রতি অশ্বিনী এবং রণধীরকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। আর স্মিতাকে বদলির নির্দেশ দেয় রাজ্য সরকার।
আরও পড়ুন:
চিঠিতে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনও আধিকারিককে কমিশনের পূর্ব অনুমতি ছাড়া বদলি করা যায় না। সরকারকে তাঁর জারি করা নির্দেশ অবিলম্বে বাতিল করতে হবে। ভবিষ্যতে এই ধরনের কোনও নির্দেশ জারির আগে কমিশনের অনুমতি নেওয়ার অনুরোধও করা হয়েছে। শুধু তা-ই নয়, বুধবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছে কমিশন। কমিশনের নির্দেশ পালন করা হয়েছে, তা রিপোর্টে উল্লেখ করতে হবে।