বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার তদন্ত রিপোর্ট জমা পড়বে সোমবার। ওই ঘটনার সিসিটিভি ফুটেজে আগুন কী ভাবে লাগছে তা নিশ্চিত না হলেও মৃত ওই রোগীর বেডের তলার দিকে আগুন দেখা গিয়েছিল বলে সূত্রের খবর। মুহূর্তের মধ্যে আগুন বড় আকার নেয়। এটা অক্সিজেনের জন্যই হয়েছে বলে মনে করা হচ্ছে। কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে রোগীর শরীরে। ৯০ শতাংশের বেশী পুড়ে যান। ময়না তদন্তেও ৯০ শতাংশের বেশি ‘সুপারফিসিয়াল বার্ন’ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।
ভোর সাড়ে ৩টে নাগাদ জেগে থাকলেও আগুন লাগার পরপরই আত্মরক্ষার মরিয়া চেষ্টা সিসিটিভিতে দেখা যায়নি বলে সূত্রের খবর।