Advertisement
০২ মে ২০২৪
Kolkata Municipal Election 2021

Kolkata Municipal Election 2021: এক ইঞ্চিও খারাপ লাগছে না, এ বার আরও বেশি কাজ করব: শান্তনু সেন

কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থিতালিকায় নাম রয়েছে ফিরহাদ হাকিম, অতীন ঘোষ এবং মালা রায়ের নাম রয়েছে।

প্রার্থিতালিকায় নাম নেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের।

প্রার্থিতালিকায় নাম নেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ২০:০৮
Share: Save:

কলকাতা পুরভোটে তৃণমূলের প্রার্থিতালিকায় ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, মালা রায়ের নাম থাকলেও নাম নেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের। তৃণমূলের সাংবাদিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘‘এক ইঞ্চিও খারাপ লাগছে না আমার।’’

দলের ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি অনুযায়ী, পুরভোটের প্রার্থিতালিকায় রাজ্যের মন্ত্রী এবং কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং তৃণমূলের লোকসভার সাংসদ মালা রায়ের নাম না-থাকার কথা ছিল। কিন্তু সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, এ বারও পুরভোটের টিকিট পেয়েছেন ফিরহাদ, অতীন এবং মালা। তবে প্রার্থিতালিকায় নাম নেই শান্তনুর।

টিকিট না পাওয়া তাঁর খারাপ লাগছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে শান্তনু বলেন, ‘‘এটাই তো তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্য। উনি যে ভাবে একটি নতুন প্রজন্ম তৈরি করছেন, যেভাবে মহিলা, সংখ্যালঘুদের জায়গা করে দিচ্ছেন, তা সারা দেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আমার এক ইঞ্চিও খারাপ লাগছে না। আগে যে ভাবে কাজ করেছি, তার চেয়েও বেশি কাজ করব এ বার থেকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE