দূষণ রুখতে দেব দীপাবলি উৎসবে কড়া পদক্ষেপ করতে উদ্যোগী হল কলকাতা পুরসভা। এ বছর দেব দীপাবলির অনুষ্ঠান হবে সম্পূর্ণ আলোর উৎসব হিসেবে। কোনও আতশবাজি পোড়ানো হবে না গঙ্গার ঘাটে। কলকাতার বাজে কদমতলা ঘাটে প্রতি বছর পুরসভার উদ্যোগে দেব দীপাবলির আয়োজন হয়। অতীতে অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে গঙ্গাবক্ষে বার্জের উপর থেকে বিপুল পরিমাণ বাজি ফাটানো হত। কিন্তু দূষণের বাড়বাড়ন্ত, শব্দ ও ধোঁয়ার প্রভাবের কথা মাথায় রেখে এই অনুষ্ঠান এ বার সম্পূর্ণরূপে আতশবাজিমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পুরসভার এক শীর্ষ আধিকারিক বলেছেন, “কালীপুজো, দীপাবলি ও ছটপুজোর পর শহরে দূষণের মাত্রা আশঙ্কাজনক ভাবে বেড়েছে। শীতের মরসুমে এমনিতেই বায়ুর মান খারাপ হয়। তাই দূষণ নিয়ন্ত্রণে দেব দীপাবলিতে আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে।”
আরও পড়ুন:
তবে আলোর ঝলকানিতে কোনও ঘাটতি থাকবে না। দেব দীপাবলির দিন গঙ্গার ঘাট ও আশপাশের এলাকা সাজিয়ে তোলা হবে হাজার হাজার প্রদীপে। গঙ্গার পার জুড়ে থাকবে আলোকসজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনা। অন্য দিকে, উত্তর কলকাতার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায়ের উদ্যোগে আটটি গঙ্গার ঘাট জুড়ে আয়োজন করা হচ্ছে ‘দেব দীপাবলি উৎসব এবং মা গঙ্গার আরতি’। ভূতনাথ মন্দির সংলগ্ন নিমতলা বিসর্জন ঘাট থেকে আহিরীটোলা ঘাট পর্যন্ত আলোকমালায় সেজে উঠবে গোটা অঞ্চল। ২১ হাজার প্রদীপে সেজে উঠবে গঙ্গার তীর। বিজয় উপাধ্যায় জানিয়েছেন, এই উৎসবেও আতশবাজির ব্যবহার থাকবে না।
কাউন্সিলর বিজয় বলেন, “দেব দীপাবলির মূল ভাবনা হল আলো ও পবিত্রতার উৎসব। তাই আমরা চাই না, আতশবাজির ধোঁয়া ও শব্দে সেই ভাবমূর্তি নষ্ট হোক।” পরিবেশবান্ধব এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদেরাও। তাঁদের মতে, শহরের মতো দূষণপ্রবণ এলাকায় এমন পদক্ষেপই হতে পারে প্রকৃত অর্থে দেব দীপাবলির বার্তা — আলোয় ও সচেতনতায় ভরা এক উৎসব।