Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দোলে সবাইকে শুভেচ্ছা জানালেন, নিজে রং মাখলেন না মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী দোল না-খেললেও তাঁর দলের নেতা-নেত্রীরা কিন্তু এই উৎসবকেই জনসংযোগের পথ হিসেবে বেছেছিলেন।

নিজে রং মাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

নিজে রং মাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০১৯ ০০:০১
Share: Save:

দোলে সবাইকে শুভেচ্ছা জানালেন তিনি। কিন্তু নিজে রং মাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালেই টুইটারে তিনি লিখেছিলেন, ‘‘পুলওয়ামা জঙ্গিহানায় নিহত জওয়ানদের স্মৃতিতে আমি এ বছর দোলের আনন্দে শামিল হওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’’ তবে দোলে আনন্দ যেন অন্যে কারও বিষাদের কারণ না-হয়ে দাঁড়ায়, সে ব্যাপারেও রাজ্যবাসীকে সতর্ক করে দিয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী দোল না-খেললেও তাঁর দলের নেতা-নেত্রীরা কিন্তু এই উৎসবকেই জনসংযোগের পথ হিসেবে বেছেছিলেন। খোদ মুখ্যমন্ত্রীর লোকসভা কেন্দ্রে এ বার তৃণমূলের প্রার্থী হয়েছেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। সকাল থেকেই তিনি পথে নেমেছিলেন আবির নিয়ে। পঞ্চান্নগ্রামে তাঁর এই ‘দোল-প্রচারে’ দলীয় কর্মী-সমর্থকেরা ছাড়াও সামিল হন আমজনতার অনেকে। তবে প্রার্থীর গালে মাখাতে হলে একমাত্র সবুজ আবির। অন্য রঙে নৈব নৈব চ! নজরে এসেছে ‘বসন্তোৎসব’-এর সাজে সজ্জিত সুবেশা তরুণীদেরও।

পিছিয়ে পড়েননি দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়ও। তাঁর দোল খেলা শুরু হয়েছে গল্ফ গার্ডেন্সের আবাসনে চৌহদ্দিতেই। সেখানে নন্দিনী দেবী কিন্তু প্রতিবেশীদের গালে ছুঁইয়েছেন লাল আবির। তবে প্রতিবেশীরা লালচে গোলাপি আবির গালে মাখাতে চাইলেও আপত্তি করেননি বাম প্রার্থী। প্রতিবেশীরা অবশ্য একে ভোট প্রচার হিসেবে দেখতে চাননি। বলেছেন, ‘‘আমরা তো সারা বছরই পাশাপাশি থাকি।’’ আবাসনের দোল পর্ব চুকিয়ে ‘কমরেড’-দের নিয়ে পথে বেরোন নন্দিনী দেবী। রং খেলার ‘ছুতোয়’ চলল টুকটাক প্রচারও। উত্তর কলকাতার সিপিএম প্রার্থী কনীনিকা ঘোষও এ দিন বেলগাছিয়ায় আবির খেলেন। রং খেলা, জনসংযোগের পাশাপাশি দলীয় কর্মীদের আব্দারে রঙে ভেজা তুলি বুলিয়েছেন দেওয়ালে আঁকা নির্বাচনী প্রতীকেও।

আরও পডু়ন: প্রথম তালিকায় ২৮ প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভ-বিতর্ক শুরু রাজ্য বিজেপির অন্দরে

আরও পডু়ন: গাঁধীনগর থেকে আডবাণীকে সরিয়ে প্রার্থী অমিত, ‘মার্গদর্শক’ বিদায়ে কটাক্ষ কংগ্রেসের

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

হাওড়ায় হোলির হাত ধরে প্রচারে নামেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। সালকিয়ায় রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লের সঙ্গে অবাঙালি সংস্কৃতির ‘মটকা’ ভাঙার অনুষ্ঠানে যোগ দেন ময়দানের প্রাক্তন ফুটবলার। হইচইয়ের পাশাপাশি ভরা হাটে শুধু হাঁড়িই ভাঙলেন না নীল পাঞ্জাবি, সাদা পায়জামায় তৃণমূল প্রার্থী, সতীর্থের সঙ্গে সেই হাঁড়ির দুধ-জলে কার্যত ভিজে চুপচুপেও হলেন!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE