ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ নং ব্লকের একাধিক এলাকা। গোড়াহাট, কটকাদেবীচক প্রভৃতি এলাকায় তৃণমূলের দুষ্কৃতীদের হামলায় বিজেপি-র বেশ কয়েক জন নেতা-কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্য দিকে, সোমবার রাতে খেজুরির জনকা অঞ্চলের ১৯৫ নম্বর পশ্চিম ভাঙ্গনমারী বুথে ভয়াবহ বোমা বিস্ফোরণে তৃণমূলের ২ কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। আর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, “সোমবার রাতে বোমা বাঁধার সময় পশ্চিম ভাঙ্গনমারী বুথে জোরালো বিস্ফোরণ হয়। স্থানীয়রা গিয়ে দেখেন কয়েক জন রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এক জনের নাম অনুপ দাস বলে জানা গিয়েছে। আর এক জনের পরিচয় জানা যায়নি।”
শান্তনুর অভিযোগ, এই ঘটনার পর থেকেই এলাকায় কাউকে ঢুকতে দওয়া হচ্ছে না। মঙ্গলবার সকালে বিজেপি নেতা কর্মীরা এলাকায় যাওয়ার উদ্যোগ নিতেই তাঁদের ওপর তৃণমূলের লোকজন চড়াও হন। অভিযোগ, থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বোমা বিস্ফোরণ হলেও পুলিশ কোনও ব্যবস্থাই নিচ্ছে না। বিজেপি বিধায়কের আরও অভিযোগ, এলাকায় সন্ত্রাস চালানোর জন্যই তৃণমূল খেজুরিতে বোমা বন্দুকের আখড়া তৈরি করেছে।