ভোটারদের আনতে গিয়ে রহস্যজনকভাবে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন নৌকার মাঝি। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে নৌকা চলাচল। বিপাকে পড়লেন কালীগঞ্জ বিধানসভার ফুলবাগান চৌধুরী পাড়ার ২৫০ জনেরও বেশি ভোটার। ঘটনার নেপথ্যে তৃণমূলের রাজনৈতিক অভিসন্ধি আছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ভাগীরথী নদীর একপাড়ে গ্রাম। ২৬৫ জন ভোটার থাকলেও গ্রামে নেই কোনও বুথ। বৃহস্পতিবার সকাল থেকে উপনির্বাচনে ভোট দেওয়ার জন্য নদী পার করে আসছিলেন সাধারণ ভোটাররা। হঠাৎ করেই একটি নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান নৌকার মাঝি। নদী পারাপারের জন্য নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন ভোটাররাও। খবর পেয়ে এলাকায় এসে পৌঁছন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। এত মানুষ ভোট দিতে আসতে পারছেন না তবু নির্বাচন কমিশন কোনও রকম উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি। পাশপাশি তাঁর দাবি, ‘‘ভোটের দিনে জলে পড়ে নৌকার মাঝি নিখোঁজ হয়ে যাওয়া নিছকই দুর্ঘটনা নয়, এর পিছনে তৃণমূলের রাজনৈতিক অভিসন্ধি আছে।’’ শেষ পাওয়া খবর অনুযায়ী, ভোটারদের বুথে পৌঁছে ভোট দেওয়ার জন্য নৌকার ব্যবস্থা করার বিষয়ে নিজেই উদ্যোগী হয়েছিলেন বিজেপি প্রার্থী।
আরও পড়ুন:
দুর্ঘটনা প্রসঙ্গে গ্রামের এক ভোটার বলেন, ‘‘ফুলবাগানের স্কুলেই আমাদের ভোট হয়। একটা ছেলে জলে ডুবে গিয়েছে। নৌকা নেই। এখন প্রায় ২০০ জন ভোট দিতে যেতে পারছেন না।’’ বুথের এক সদস্য বলেন, ‘‘নৌকো ভাড়া করেই আমাদের ভোটার আনত হয়। প্রথম বারে ২-৪ জন এসেছে। পরেরবার আমরা নৌকাতে আসছি। মাঝিও বসে ছিল। চোখের সামনে দেখলাম হঠাৎ নৌকা ঘুরে গেল। মাঝিও পড়ে গেল। সঙ্গে সঙ্গেই তলিয়ে গেল। এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’’