রঘুনাথগঞ্জে নৌকা থেকে আচমকাই পদ্মায় পড়ে গেলেন এক বৃদ্ধ। সহযাত্রীদের কয়েক জন তাঁকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু তত ক্ষণে তলিয়ে গিয়েছেন ৬৫ বছরের ভূপেন কর্মকার। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার চর বাজিতপুরে। পরে দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার ভূপেনের মেয়ের শ্বশুর অর্থাৎ বেয়াইয়ের শ্রাদ্ধ ছিল। স্ত্রীকে নিয়ে সেখানেই যাচ্ছিলেন তিনি। পদ্মায় জলস্তর বৃদ্ধির ফলে গোটা চর এলাকা কার্যত ডুবে গিয়েছে। বাজিতপুরে নৌকায় চাপেন ভূপেন। নৌকা কিছুটা এগিয়ে যাওয়ার পরেই তিনি জলে পড়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে ডুবুরি নামিয়ে দীর্ঘ ক্ষণ খোঁজাখুজি করে পুলিশ। যেখানে ভূপেন ডুবে গিয়েছিলেন, সেখান থেকে কিছুটা দূরেই তাঁর দেহ উদ্ধার হয়। পরে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কী ভাবে বৃদ্ধ নৌকা থেকে নদীতে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।