Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Convict

‘একটু বাথরুমে যাব’ বলে রায়গঞ্জ হাসপাতালের ফলস্ সিলিং ভেঙে পালালেন বিচারাধীন বন্দি!

পেটে ব্যথা বলে যন্ত্রণায় ছটফট করছিলেন। তাই রায়গঞ্জ সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে রোশনকুমার শাহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

A Convicted fled away from Raiganj Medical College hospital

এর আগেও রায়গঞ্জ হাসপাতাল থেকে পালিয়েছে বিচারাধীন বন্দি। আবার একই ঘটনা ঘটল ওই হাসপাতালেই! গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ২১:০০
Share: Save:

তীব্র পেটে ব্যথা করছে বলে হাসপাতালে যেতে চেয়েছিলেন। অবস্থা দেখে গত ১৬ মার্চ রোশনকুমার শাহ নামে ওই জেলবন্দিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছিলেন সংশোধনাগার কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালের ফলস্ সিলিং ভেঙে পালালেন ওই বন্দি। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে। পলাতক বন্দির খোঁজে তদন্তে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মাদক পাচার সংক্রান্ত মামলায় বিচারাধীন ছিলেন রোশন। মঙ্গলবার শৌচাগারে যাওয়ার নাম করে ফলস্ সিলিং ভেঙে পালিয়ে যান তিনি।

যদিও এটাই প্রথম নয়। এর আগেও রায়গঞ্জ সংশোধনাগার থেকে বন্দি পালানোর ঘটনা ঘটেছে। তা নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বারের বন্দি পালানোর ঘটনা প্রসঙ্গে হাসপাতালে আসা এক রোগীর আত্মীয়া কনিকা রায় বলেন, ‘‘আমরা দেখছি অনেক পুলিশ এসেছে। ছোটছুটি করছে। শুনলাম নাকি এক কয়েদি পালিয়েছে।’’

এ নিয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার মহম্মদ সানা আখতার বলেন, ‘‘রায়গঞ্জ মেডিক্যালের প্রিজ়নার্স সেল থেকে একজন কয়েদি পালিয়েছে বলে রিপোর্ট পেয়েছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Convict raiganj North Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE