অতিরিক্ত পণ্য পরিবহণ রুখতে ব্যবস্থা
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
অতিরিক্ত পণ্য পরিবহণ ঠেকাতে কোচবিহারের দুটি এলাকায় চেকপোস্ট চালু করছে জেলা প্রশাসন। জেলার আঞ্চলিক পরিবহণ দফতরের কর্মীরা ওই চেকপোস্টে ৩১ নম্বর জাতীয় সড়কে যাতায়াতকারী পণ্যবাহী ট্রাক ওজন যন্ত্রে তুলবেন। প্রশাসন সূত্রের খবর, তুফানগঞ্জ ২ ব্লকের রামপুর ও বারকোদালি এলাকায় ওই দুটি চেকপোস্ট করা হবে। তার মধ্যে রামপুর এলাকার চেকপোস্টটি সম্প্রতি চালু হয়েছে। বারকোদালি এলাকার চেকপোস্টটি দ্রুত চালুর চেষ্টা হচ্ছে। কোচবিহারের জেলাশাসক পি উল্গানাথন বলেন, “পিপিপি মডেলে দুটি চেকপোস্টে ওজনযন্ত্র বসানো হয়েছে। অতিরিক্ত পণ্যবাহী যানবাহন যাতায়াতে জাতীয় সড়কের ক্ষতি এড়ানর কথা মাথায় রেখেই চেকপোস্ট দুটি চালু করা হচ্ছে। রামপুরে শতাধিক ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।” প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, ৩১ নম্বর জাতীয় সড়ক কোচবিহার থেকে বক্সিরহাটের জোড়াই মোড় হয়ে অসমের ধুবুরি জেলায় ঢুকেছে। ৩১ সি জাতীয় সড়ক রামপুর হয়ে কোকরাঝাড় জেলার শ্রীরামপুরে ঢুকেছে দুটি রুটেই দৈনিক গড়ে এক হাজারের বেশি পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। কিন্তু কোন রুটেই সেভাবে জেলা পরিবহণ দফতরের উদ্যোগে ওজন যন্ত্র বসিয়ে অতিরিক্ত পণ্য পরিবহণ বন্ধে নিয়মিত নজরদারির ব্যবস্থা নেই বলে অভিযোগ। ফলে অতিরিক্ত পণ্য পরিবহণে ওই রাস্তাদুটি মাঝেমধ্যে চলাচলের অযোগ্য হয়ে পড়ছিল। ওই সমস্যা মেটাতে নজরদারি বাড়ানর ভাবনা থেকেই চেকপোস্ট বসানর পরিকল্পনা নেওয়া হয়।
উড়ালপুল সম্প্রসারণের দাবি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার
রেল ওভার ব্রিজ নয় উড়ালপুলের দাবিতে জাতীয় সড়ক ১০ বিভাগের বাস্তুকারের হস্তক্ষেপ চান শহরবাসী। মঙ্গলবার শহরের বিভিন্ন সংগঠন ৭২ফুট চওড়া উড়ালপুল তৈরির দাবি জানান বাস্তুকারের কাছে। আলিপুরদুয়ার পুর এলাকা ও আলিপুরদুয়ার জংশনের মাঝে ১ নং অসম গেট লেভেল ক্রসিংয়ের রেল ওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। জাতীয় সড়ক বিভাগ ১০ কার্যনির্বাহী বাস্তুকার বিনোদ কুমার সিংহ বলেন, “শহরের বিভিন্ন সংগঠন আমাদের অসম গেটের উপর দিয়ে রাস্তাটি চওড়া করার দাবি জানিয়েছিন বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।” আলিপুরদুয়ার উন্নয়ন কমিটির আহ্বায়ক ল্যারি বসু বলেন, “শহরের বক্সা ফিডার রোডটি ৭২ ফুট চওড়া। তার উপর দিয়ে রেল ওভারব্রিজটি মাত্র ২৪ ফুট চওড়া হচ্ছে। আমরা রাস্তাটি ৭২ ফুট করার দাবি জানিয়েছি।’’ বিষয়টি নিয়ে আগামী দিনে ডিভিশনাল কমিশনারের কাছে যাব।” আলিপুরদুয়ার যৌথ নাগরিক মঞ্চের আহ্বায়ক রাতুল বিশ্বাসরা চান, উড়ালপুল চওড়া হোক। এদিন জাতীয় সড়ক বিভাগের বাস্তুকারের সঙ্গে আলোচনার পরে বিষয়টি আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনকেও জানানো হয়েছে। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি জহর মজুমদার বলেন, “এক মাসের মধ্যে সিদ্ধান্ত বদল না হলে আমরা কাজ বন্ধ করব। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলব। কেন্দ্রকেও নরম মনোভাব নিতে হবে।”
গোয়ালপোখরে নতুন কলেজের ঘোষণা
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লকে একটি কলেজ তৈরি-সহ জেলা জুড়ে একাধিক উন্নয়নমূলক নতুন প্রকল্পের কাজ শুরু করার কথা ঘোষণা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের জেলা শাখার উদ্বোধন করে ওই ঘোষণা করেন গৌতমবাবু। তিনি বলেন, “গোয়ালপোখর ব্লকে কোনও কলেজ না থাকায় গোয়ালপোখর ও সংলগ্ন চাকুলিয়া ব্লকের পড়ুয়ারা ইসলামপুর ও ডালখোলা কলেজে গিয়ে পড়াশোনা করতে বাধ্য হন। প্রতিদিন ইসলামপুর ও ডালখোলা যেতে গিয়ে বিশেষ করে ছাত্রীদের নানা সমস্যা হয়। তা এড়াতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর খুব শীঘ্রই গোয়ালপোখর ব্লকে একটি কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।” এ ছাড়াও ডালখোলায় একটি বাসস্ট্যাণ্ড, ইসলামপুরে একটি অডিটোরিয়াম ও রায়গঞ্জ থেকে বারসই রাস্তা তৈরি-সহ রায়গঞ্জে রবীন্দ্রভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান।
রোজভ্যালির জমি নেওয়ার নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার
রোজভ্যালি গোষ্ঠীর ডুয়ার্সের একটি জমি অধিগ্রহণের নির্দেশ দিয়েছে ভূমিসংস্কার দফতর। মঙ্গলবার ওই নির্দেশ পৌঁছেছে মালবাজার ব্লক ভূমি ও ভূমি সংস্কারের দফতরে। মালবাজার ব্লকের লাটাগুড়িতে থাকা রোজভ্যালি গোষ্ঠীর বিলাসবহুল রিসর্টের জমি অধিগ্রহণ করতে প্রক্রিয়াও শুরু হয়েছে। মালবাজারের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুশান্ত মজুমদার বলেন, “রোজভ্যালির জমির যাবতীয় নথি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত তা অধিগ্রহণ করতে চূড়ান্ত পদক্ষেপ করা হবে।” প্রশাসনিক সূত্রের খবর, প্রাথমিক ভাবে ৮.৩১ একরের জমির হদিশ পাওয়া গিয়েছে। রোজভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকসনস লিমিটেডের অধীনে রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডু কিনেছিলেন বলেও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা গিয়েছে। ডুয়ার্সের পর্যটনক্ষেত্রে বিলাসবহুল বেসরকারি রিসর্টগুলির মধ্যে লাটাগুড়ির রোজভ্যালি রিসর্ট অন্যতম। প্রথমে রোজভ্যালি রিসর্ট নামেই পরিচিত হলেও গত তিনমাস আগে নাম পরিবর্তন করে রিসর্টটির নাম সানসিটি রাখা হয়। ২০টি বিলাসবহুল কটেজ ছাড়া সেমিনার করার জন্যে বিরাট কনফারেন্স হলের সুবিধাও রয়েছে সেখানে। ৫৫ জন কর্মী রয়েছেন। ২০০৯ সালের ১৭ জুলাই বাজলার রহমান নামের কলকাতার এক ব্যক্তির থেকে ৩ কোটি ২৫ লক্ষ ১০ হাজার টাকায় রিসর্টটি জমি সহ কেনা হয় বলে ভূমিসংস্কার দফতর সূত্রের দাবি।
চা মজুরি নিয়ে চলছে রাজনীতি: শোভনদেব
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে বিরোধীরা ‘রাজনীতি’ করছে বলে অভিযোগ করলেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে ‘ওয়েস্টবেঙ্গল স্টেট পলিটেকনিক অ্যাসোসিয়েশনের’ চতুর্থ বার্ষিক রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই অভিযোগ করেন। শোভনদেববাবু তৃণমূলের একটি চা শ্রমিক সংগঠনে রাজ্য সভাপতিও। এদিন তিনি বলেন, “রাজ্য সরকার চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে রাজি হয়েছে। বামফ্রন্টের আমলে এমনটা কখনও হয়নি। এর পরেও যৌথ মঞ্চের নামে ওই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজনীতি চলছেয়।” এদিনের সম্মেলনে বক্তাদের আলোচনায় উঠে আসে সারদার প্রসঙ্গ। শোভনদেববাবুর অভিযোগ, “সারদার অংশীদার ছিলেন বিশ্বরূপ অধিকারী। ১৯৯৯ সালে তাঁকে খুন করা হয়। বিশ্বরূপবাবুর স্ত্রী সুদীপ্ত সেনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে মামলা করেন। মামলার ফাইল বামফ্রন্ট সরকার লোপাট করেছে।” তাঁর প্রশ্ন, “কেন বিষয়টি সিবিআইর তদন্তে উঠে আসবে না?” শোভনদেববাবু জানান, বিভিন্ন ক্ষেত্রে দলের একাধিক শ্রমিক সংগঠন রয়েছে। চা বাগান এলাকায় দলের বিভিন্ন নামে শ্রমিক সংগঠন রয়েছে। সেগুলিকেও এক ছাতার তলায় আনা হবে। এদিনের সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক কল্যাণ চক্রবর্তী।
তৃণমূলের স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ এবং সরকারি ভর্তুকি পেতে পদ্ধতির সরলীকরণ, রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনায় সমস্ত গরিব বাসিন্দাদের সামিল করা, গরিব পরিবারের বাসিন্দাদের বিপিএল তালিকাভুক্ত করার মতো বিভিন্ন দাবিতে সরব হল শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ড তৃণমূল। গত সোমবার ওই ওয়ার্ডের তৃণমূলের তরফে মিছিল করে মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়। মহকুমা প্রশাসনের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেওয়া হয়েছে। তৃণমূলের ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা রঞ্জন শীলশর্মা বলেন, “রান্নার গ্যাসের জন্য সরকারি ভর্তুকি পেতে ব্যাঙ্কে অ্যাকউন্ট খোলা, আধার কার্ড দেখানো-সহ বিভিন্ন পদ্ধতি মানতে হচ্ছে। তা সরলীকরণের দাবি জানানো হয়েছে। সমস্ত গরিব বাসিন্দাদে বিপিএল তালিকাভুক্ত করতে হবে। আধার কার্ডের ব্যবস্থা করতে হবে।” ওয়ার্ড থেকে মিছিল করে মহকুমাশাসকের দফতরে যান তাঁরা।
ধর্ষণে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • মালবাজার
বিধবা বৃ্দ্ধা মহিলাকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গত সোমবার রাতে ঘটনাটি ঘটে মালবাজার থানার সাইলি চা বাগানে গ্রেফতার যুবকের নাম আনন্দ বিশ্বকর্মা। গত রবিবার রাতে আনন্দ সাইলি চা বাগানের এক ৬২ বছরের বৃদ্ধা মহিলাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার রাতে মালবাজার থানায় এসে আক্রান্ত বৃদ্ধার ছেলে অভিযোগ দায়ের করেন। এর পরে গভীর রাতে পুলিশ আনন্দকে বাগান থেকেই গ্রেফতার করে।
দুর্ঘটনায় মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চাকুলিয়া থানার রামপুর এলাকাতে ঘটনাটি ঘটেছে। মৃতের সুফল মুর্মু (৩০)। তাঁর বাড়ি চাকুলিয়ার বলদিয়াভাসি এলাকাতে। এদিন রাতে রায়গঞ্জগামী একটি বেসরকারি বাস রাস্তা পেরোনোর সময়ে তাঁকে ধাক্কা মারে।
কারাদণ্ড
এক গবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিল আদালত। মঙ্গলবার ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ( ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট) এর বিচারক পুলক কুমার কুন্ডু ওই রায় দেন। সরকারি আইনজীবী মহম্মদ সরফুদ্দিন জানান, সাজাপ্রাপ্ত যুবকদের নাম সত্যরঞ্জন বিশ্বাস ও প্রফুল্ল সমাাদ্দার।
ভ্রম সংশোধন
মঙ্গলবার প্রকাশিত ‘তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে তোপ বহিষ্কৃত নেতার’ শীর্ষক খবরে সোনা পালের ছবির ক্যাপশনে ভুলবশত তাঁর পদবি চৌধুরি লেখা হয়েছে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।