গ্রাফিক: সনৎ সিংহ।
তামিলনাড়ুর নীলগিরির পাহাড়ে সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়তের কপ্টার ভেঙে পড়ার কথা তখন সবে জানা গিয়েছে। হতাহতদের খবর কিছুই এসে পৌঁছয়নি। কিন্তু পরিস্থিতির গুরুত্ব আঁচ করতে দেরি হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই দ্রুত মালদহে প্রশাসনিক বৈঠক শেষ করে দিলেন তিনি।
প্রাথমিক প্রতিক্রিয়ায় ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বুধবার মমতা বলেন, ‘‘খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল।’’ পরে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘কুন্নুর থেকে খুন দুঃখজনক খবর এসেছে। গোটা জাতি আর সেনা সর্বাধিনায়ক, তাঁর পরিবারের সদস্য এবং কপ্টারের সহযাত্রীদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছে। আমরা সকলের আরোগ্য কামনা করছি।’
Extremely tragic news coming in from Coonoor.
— Mamata Banerjee (@MamataOfficial) December 8, 2021
Today, the entire nation prays for the safety of those who were onboard including CDS Bipin Rawat and his family members. Also praying for the speedy recovery of everyone who was injured.
মালদহে প্রশাসনিক বৈঠক চলাকালীন মঞ্চে বসা এক সরকারি আধিকারিক মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে নিচু স্বরে তাঁকে কপ্টার দুর্ঘটনার কথা জানান। শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা সংবাদ আমাদের কাছে এসেছে। দুঃখ জানানোর ভাষা আমাদের নেই। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু যে হেতু এ রকম একটা দুঃসংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে, তাই আগে শেষ করছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy