Advertisement
৩০ এপ্রিল ২০২৪
elephant

জঙ্গল ছেড়ে তিস্তার খালে নামল বুনো হাতির দল! ডুয়ার্সে ছবি তুলতে হুড়োহুড়ি পর্যটকদের

হাতি দেখতে ভিড় জমার খবর পেয়ে বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে একদল বনকর্মী ঘটনাস্থলে পৌঁছে উৎসাহী মানুষকে নিয়ন্ত্রণ করেন।

তিস্তার ক্য়ানালে হাতির দল।

তিস্তার ক্য়ানালে হাতির দল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ২১:৩৭
Share: Save:

বুনো

হাতিদের জলকেলি দেখতে ভিড় জমল তিস্তা নদীর খালের পাশে রাজ্য সড়কে। সোমবার বিকেল হতেই বৈকুন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে এসে তিনটি হাতি তিস্তার ডানহাতি খালে স্নান শুরু করে। কখনও জলে ডুব দিয়ে, আবার কখনও শুঁড় উঁচিয়ে বেশ কিছুক্ষণ ধরে হাতি তিনটি ডানহাতি খালের জলে স্নান করে।

এই সময় তিনটি হাতিকে একে অপরের সঙ্গে খুনসুটি করতেও দেখা গিয়েছে এদিন। হাতিদের জলকেলি শুরু হতেই ক্যানেল পার্শবর্তী রাজ্য সড়ক ধরে যাতায়াতকারী সাধারণ মানুষ ও যানবাহনগুলো দাঁড়িয়ে পড়ে। ভীড় জমতে শুরু করে ক্যানাল রোডে।

খবর পেয়ে বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে একদল বনকর্মী ঘটনাস্থলে পৌঁছে উৎসাহী মানুষকে নিয়ন্ত্রণ করেন। .যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টাও করেন তাঁরা। বেশ কিছু সময় ধরে স্নান করার পর হাতি তিনটি বৈকুণ্ঠপুরের জঙ্গলে ফিরে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

elephant Dooars Elephants Jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE