Advertisement
০২ মে ২০২৪
Justice Abhijit Gangopadhyay

সকালে অসন্তোষ, বিকেলে প্রশংসা, নিয়োগ-তদন্তে সিবিআইয়েই আস্থা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইয়ের উপরই আস্থা রয়েছে বলে সোমবার মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশংসা করেন তিনি।

সিবিআইয়ের প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সিবিআইয়ের প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২২ ১৬:৫১
Share: Save:

নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দিনের শুরুতে সিবিআইয়ের গঠন করা বিশেষ তদন্তকারী দল (সিট) নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যে এই মামলায় সিবিআইয়ের প্রশংসা শোনা গেল তাঁর গলায়। বললেন, ‘‘সিবিআইয়ের উপর আমার আস্থা ও বিশ্বাস রয়েছে।’’

সিবিআইয়ের গঠিত সিটের কয়েক জন সদস্য ঠিক মতো কাজ করছেন না বলে সোমবার সকালে এই মামলায় পর্যবেক্ষণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে ওই সদস্যদের পরিবর্তন করার কথাও বলেন তিনি। দুপুরের পর এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমি মাঝেমাঝে কিছু মন্তব্য করি। দুর্নীতি প্রকাশ্যে আনতে সিবিআই তদন্ত দিয়েছিলাম। সিবিআইয়ের উপর আমার আস্থা ও বিশ্বাস রয়েছে। কথা বলে বুঝলাম, তারা কাজ চালিয়ে যাচ্ছে। সিবিআইয়ের ম্যাজিক দেখার অপেক্ষায় থাকলাম।’’

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তপ্রক্রিয়ায় ‘বিলম্বিত লয়’ নিয়ে অতীতেও অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। সম্প্রতি এক মামলার শুনানিতে তিনি মন্তব্য করেছিলেন, ‘‘আসল অপরাধী হয়তো আমার জীবৎকালে ধরা পড়বে না। ইডি, সিবিআই কী করে দেখা যাক!’’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা জিইয়ে রেখে যে ভাবে ‘অপেক্ষায়’ থাকার কথা বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তা উল্লেখযোগ্য।

অন্য দিকে, নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এই মামলার শুনানিতে বিচারপতি বলেন, ‘‘প্রকৃত যোগ্যরা কেন চাকরি পাননি তা জানা দরকার। না হলে সমাজে এর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। এই গোটা প্রক্রিয়ার (সিস্টেম) উপর চাকরিপ্রার্থীদের বিশ্বাস থাকবে না। তার মধ্যে বিচারব্যবস্থাও রয়েছে। তাই বিচারব্যবস্থা এগিয়ে এসেছে। বিচারব্যবস্থা রাজ্যের ভবিষ্যতের কথা চিন্তা করে। তাই যোগ্যদের পাশে রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE