Advertisement
০৩ মে ২০২৪
West Bengal Municipal Election 2022

WB Municipal Election 2022: শুভেন্দুর শহরে বিজেপি প্রার্থীদের নিরাপত্তার আর্জি, পুলিশের রিপোর্ট চাইল হাই কোর্ট

বিজেপি-র অভিযোগ ছিল, কাঁথিতে বিজেপি প্রার্থীদের হয়ে শুভেন্দুর প্রচার মিছিলে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সমর্থকেরা। সোমবার আদালতে বিজেপি অভিযোগ করে, তাঁদের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি, মারধরও করা হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট। তার আগে মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিল বিজেপি।

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৪
Share: Save:

কাঁথি, উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এবং মালদহের ইংরেজবাজার পুরসভার প্রার্থীদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চের নির্দেশ, ওই রিপোর্টে উল্লেখ থাকতে হবে অভিযোগকারী প্রার্থীদের অভিযোগের সত্যতা রয়েছে কি না।

কাঁথি পুরসভার ২১ জন, ভাটপাড়া পুরসভার ৩ জন এবং ইংরেজবাজার পুরসভার একটি ওয়ার্ডের বিজেপি প্রার্থী তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আবেদন জানিয়েছিলেন হাই কোর্টে। তার জেরে বিচারপতি মান্থার বেঞ্চের নির্দেশ, বুধবার বেলা ২টোর মধ্যে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের কাছে রিপোর্ট দিতে হবে।

বিজেপি-র ওই প্রার্থীরা সোমবার আদালতে আবেদন জানিয়েছিলেন, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের খুনের হুমকি দিচ্ছে। পুলিশে অভিযোগ জানিয়ে কাজ হছে না। তাৎপর্যপূর্ণ ভাবে সেই তালিকায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুরসভা কাঁথির সবগুলি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা।

বিজেপি-র অভিযোগ ছিল, গত কয়েক দিন ধরেই কাঁথিতে বিজেপি প্রার্থীদের হয়ে শুভেন্দুর প্রচার মিছিলে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের সমর্থকেরা। সোমবার আদালতে বিজেপি অভিযোগ করে, তাঁদের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি, মারধরও করা হচ্ছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট। তার আগে হাতে আর মাত্র এক সপ্তাহ সময়। এই পরিস্থিতিতে মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানিয়েছিল বিজেপি। সেই আর্জিতে সায় দেন বিচারপতি মান্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE