বালোচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণের ছক কষা হয়েছে আফগানিস্তান থেকে। ট্রেন অপহরণের পর থেকেই এমনই অভিযোগ এবং দাবি তুলেছে পাকিস্তান। কিন্তু তাদের সেই দাবি এবং অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে পাল্টা দাবি করল তালিবান।
আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেন, ‘‘পাকিস্তান সেনার এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা এই অভিযোগকে খণ্ডন করছি। বালোচিস্তানের ঘটনার সঙ্গে আফগানিস্তানের কোনও যোগ নেই। পাকিস্তানকে বলতে চাই, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য না করে বরং অভ্যন্তরীণ নিরাপত্তা, দেশের সমস্যায় নজর দিক ওরা।’’
মঙ্গলবার বালোচিস্তানের বোলানে মাশকাফ সুড়ঙ্গে জাফর এক্সপ্রেসকে অপহরণ করেন বালোচ বিদ্রোহীরা। রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে প্রথমে লাইনচ্যুত করা হয় ট্রেনকে। তার পর যাত্রীদের পণবন্দি করা হয়। প্রায় ৩০ ঘণ্টা ধরে অভিযান চালায় পাক সেনা। তাদের দাবি, সব বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। পণবন্দি যাত্রীদের উদ্ধার করা হয়েছে। যদিও পাকিস্তানের এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই প্রশ্নকে আরও জোরালো করেছে বালোচ বিদ্রোহীদের দাবি। তাঁদের পাল্টা দাবি, এখনও তাঁদের হাতে বন্দি অনেক যাত্রী। দাবি আর পাল্টা দাবির মধ্যে উদ্ধার আর অভিযান নিয়ে একটা ধন্দ তৈরি হয়েছে।