Advertisement
০৩ মার্চ ২০২৪
bizarre

বিয়ের রাতে সঙ্গমের সময় হৃদরোগ, ব্রাজিলে মৃত্যু ১৮ বছরের তরুণীর

বিয়ের রাতে স্বামীর সঙ্গে যৌনতায় মেতেছিলেন ১৮ বছরের তরুণী। সঙ্গমরত অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ব্রাজিলিয়া শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ১২:৩৭
Share: Save:

বিয়ের রাতে স্বামীর সঙ্গে যৌনতায় মেতেছিলেন ১৮ বছরের তরুণী। সঙ্গমরত অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এর জেরে মৃত্যু হয়েছে ওই নববধূর। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ব্রাজিলে ইবিরিতে শহরে।

জানা গিয়েছে, বিয়ের রাতে সঙ্গমের সময় অসুস্থ বোধ করেন ওই নববধূ। তা জানাতেই স্বামী প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে ফোন করে ট্যাক্সি ডাকেন। কিন্তু ট্যাক্সি চালক আসতে অস্বীকার করেন বলে অভিযোগ। দ্বিতীয় ট্যাক্সিচালকের সঙ্গেও একই ঘটনা ঘটে। শেষে এক চিকিৎসাকর্মী আসেন। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই তরুণী। তখন শ্বাসকষ্টও হচ্ছিল তাঁর। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় ওই তরুণীর।

নববধূর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে জানা গিয়েছে, ওই তরণীর ব্রঙ্কাইটিসের সমস্যা ছিল। বিয়ের কয়েক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যুতে গভীর ভাবে বিচলিত হয়েছেন স্বামী। ২৯ বছরের ওই ব্যক্তি বলেছেন, ‘‘এই ঘটনার পর আমি এই শহরে আর থাকতে পারব কি না, জানি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE