যে যেমন ভাবে পারছেন করোনাভাইরাস থেকে বাঁচার রাস্তা খুঁজে চলেছেন। তবে সবাই পরামর্শ দিচ্ছেন, সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে। তাতে মারা পড়বে এই মারণ ভাইরাস। এবার সেই উপদেশকেই নিজের মতো কাজে লাগিয়ে বাজার থেকে আসা সবজিকেও জীবাণুমুক্ত করার চেষ্টা করলেন এক মহিলা।
ইভি ল্যাঙ্কাস্টার নামে এক টুইটার ইউজার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, তাঁর মা কী ভাবে সুপারমার্কেট থেকে আসা জিনসপত্রকে স্নান করাচ্ছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি বাথটবে সাবান জলের মধ্যে অন্যান্য প্যাকেটবন্দি জিনিসপত্রের সঙ্গে ফেলে রাখা হয়েছে ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, টম্যাটো।
সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধুয়ে ফেললে হাত জীবাণুমুক্ত হতে পারে। কিন্তু সবজিকে এভাবে সাবান জলে স্নান করালে তা থেকে কিছুটা জীবাণু বেরিয়ে গেলেও সাবান তো রয়েই যেতে পারে। সেগুলি পেটে গেলে অন্য বিপদ।