করোনাভাইরাসের ডেল্টা রূপের হানায় ফের সংক্রমণ ছড়াচ্ছে আমেরিকায়। চলতি মাসে নতুন করে যাঁরা সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে ৮৩ শতাংশই ডেল্টা রূপে আক্রান্ত। যেখানে জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন করে কোভিড আক্রান্তদের ৫০ শতাংশের শরীরের ডেল্টা রূপের হদিশ মিলেছিল। মঙ্গলবার এ কথা জানালেন আমেরিকার সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর ডিরেক্টর।
সেনেটে সিডিসি-র ডিরেক্টর রশেল ওয়ালেনস্কি বলেন, ‘‘আমেরিকার প্রায় দুই-তৃতীয়াংশ কাউন্টিতে টিকাপ্রাপ্তের সংখ্যা ৪০ শতাংশেরও কম। যার জেরেই দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে এই অতিসংক্রামক ডেল্টা রূপ।’