ফিলিপিন্সে আছড়ে পড়ল আরও এক সুপার টাইফুন! ‘ফাং-ওং’ নামে ওই সুপার টাইফুনের দাপটে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে দু’জনের। প্রশাসনের তরফে আগে থেকেই ১০ লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দ্বীপরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে ছড়িয়েছে আতঙ্ক।
ফিলিপিন্সের আবহাওয়া দফতরের অধিকর্তা চারম্যাগন ভারিলা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে দেশটির অরোরা প্রদেশে আঘাত হেনেছে ফাং-ওং। শুধু পূর্ব উপকূলেই নয়, গোটা ফিলিপিন্স জুড়েই বিধ্বংসী এই সুপার টাইফুনের প্রভাব পড়ার কথা রয়েছে। ফিলিপিন্সের সিভিল ডিফেন্সের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর রাফায়েলিতো আলেহান্দ্রো জানিয়েছেন, সে জন্য আগে থেকেই উপকূলবর্তী এলাকাগুলি থেকে লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। তা সত্ত্বেও ক্যাটবালোগান শহরে বাড়ি ধসে পড়ে মারা গিয়েছেন এক মহিলা। কাতান্দুয়ানেসে আর এক জন জলে ডুবে মারা গিয়েছেন।
আরও পড়ুন:
স্থানীয় ভাষায় ফাং-ওংয়ের নাম দেওয়া হয়েছে ‘উওয়ান’। স্থলভাগে আছড়ে পড়ার আগে রবিবার সন্ধ্যায় এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮৫ থেকে ২৩০ কিলোমিটার। নিরাপত্তার কথা মাথায় রেখে সোমবার সে দেশের বহু স্কুলকলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল হয়েছে প্রায় ৩০০টি উড়ান। শনিবার থেকেই ফিলিপিন্সের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে প্রবল বেগে বইছে ঝোড়ো হাওয়া। রবিবার থেকে লুজন এলাকায় অতি ভারী (২০০ মিলিমিটারেরও বেশি) বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি (১০০-২০০ মিলিমিটার) হতে পারে মেট্রো ম্যানিলা এলাকাতেও। এর ফলে গোটা ফিলিপিন্স জুড়ে ভয়াবহ বন্যা এবং ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।