মায়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের গণহত্যা নিয়ে তাঁর বক্তব্য জানাতে দ্য হেগে আন্তর্জাতিক ন্যায় আদালতে গেলেন নোবেল শান্তি পুরস্কার জয়ী আউং সান সু কি। বর্মিদের পরিচিত পোশাক পরেই মঙ্গলবার আন্তর্জাতিক আদালতে পৌঁছন সু কি। বিমানবন্দর থেকে কড়া পুলিশি পাহারায়।
রোহিঙ্গা শরণার্থীদের হত্যাকাণ্ডকে রাষ্ট্রপুঞ্জই তদন্তের পর ‘গণহত্যা’ তকমা দিয়েছে। আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলার তিন দিনের শুনানিতে সু কি’র বক্তব্য শোনা হবে।
২০১৭ সালে মায়ানমারে মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল সেনাবাহিনী। তার দু’বছর আগেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করে সু কি’র দল। ফলে, ওই ঘটনা নিয়ে দেশে, বিদেশে কড়া সমালোচনার মুখে পড়েন সু কি। তাঁর বিরুদ্ধে দ্য হেগে আন্তর্জাতিক ন্যায় আদালতে মামলা করেছে পশ্চিম আফ্রিকার একটি দেশ গাম্বিয়া।