Viral: This owl can’t fly due to excessive weight dgtl
এতো মোটা হয়েছে, যে উড়তেই পারছে না এই প্যাঁচা! এর ওজন জানেন?
স্যাংচুয়ারিতে ফিরে পরীক্ষা করতেই ভুল ভাঙে তাঁদের। তাঁরা দেখেন অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার জন্যই উড়তে পারছে না ওই প্যাঁচা।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ১৭:২৫
স্থূলকায় প্যাঁচা। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
ইংল্যান্ডে রয়েছে সাফফক আউল স্যাংচুয়ারি। সম্প্রতি সেখানকার কর্মীরা বেশ কয়েকজন পথচারীর কাছ থেকে খবর পান, রাস্তার ধারে খালে একটা প্যাঁচা আটকে গিয়েছে। কিছুতেই উড়ে পালাচ্ছে না। খবর পেয়ে তাঁরা প্যাঁচাটিকে উদ্ধার করেন। প্রথমে স্যাংচুয়ারির কর্মীরা ভেবেছিলেন দেহের কোথাও আঘাত লাগার জন্যে হয় উড়তে পারছে না সে। কিন্তু স্যাংচুয়ারিতে ফিরে পরীক্ষা করতেই ভুল ভাঙে তাঁদের। তাঁরা দেখেন অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার জন্যই উড়তে পারছে না ওই প্যাঁচা।
এই ঘটনার কথা বুধবার নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন সাফফক আউল স্যাংচুয়ারি কর্তৃপক্ষ। তার পরই ইন্টারনেট স্টার ওই ‘মোটা’ প্যাঁচা। তাঁরা জানিয়েছেন, ওই প্যাঁচার ওজন ২৪৫ গ্রাম। যা আর পাঁচটা স্বাস্থ্যবান প্যাঁচার যা ওজন হয় তার প্রায় তিন গুণ।
কিন্তু বন্য পাখিদের স্থূলতা কিন্তু সচরাচর ঘটে না। তাই এই ঘটনা বেশ অবাক করেছে সাফফকের কর্মীদের। তাই ওই প্যাঁচাকে কয়েক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষণে রাখার সময় প্যাঁচাটিকে বন্দিদের খাবার খেতে দিয়েছিলেন কর্মীরা। কিন্তু সেই খাবারের থেকে শিকার করে খাওয়া খাবার খাওয়ারই আগ্রহ দেখিয়েছে ওই প্যাঁচা। তাই শিকার করা খাবার খেয়েই প্যাঁচাটি এই রকম মোটা হয়েছে বলে প্রাথমিক ধারণা। পাখির এই স্বাভাবিক স্থূলতার বিষয়টি বেশ আগ্রহ তৈরি করেছে গবেষকদের মধ্যে।