ইউয়ান হেরিং, চিনের এই সুন্দরী চিকিত্সক এখন ইন্টারনেট সেনসেশন। তাঁর কিছু ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেগুলির মধ্যে রয়েছে হেরিংয়ের কিছু নগ্ন ছবিও। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি নিয়ে চর্চা শুরু হলে হেরিং বলেন, শরীরচর্চা তাঁর শখ মাত্র। হেরিংয়ের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা এক লক্ষ ৪২ হাজারের উপর।
ইউয়ান হেরিং এর আগে বডিবিল্ডিং প্রতিযোগিতাতেও অংশ নিতেন। বেশ কিছু দিন মডেলিংও করেছেন তিনি। এখন তিনি চিনের একটি হাসপাতালে চিকিত্সক হিসেবে কাজ করেন। তাই এখন আর বডিবিল্ডিংয়ে পুরো সময় দিতে পারেন না। সপ্তাহে এখন চার থেকে পাঁচ বার জিমে যান বলে জানিয়েছেন হেরিং।
জিম সেশনের কিছু ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশ করেছেন হেরিং। শুধু জিমের ভিডিয়োই নয়, হেরিংয়ের পোশাকহীন বেশ কিছু ছবিও রয়েছে ইনস্টাগ্রামে। সেই ছবিগুলিই আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।