আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নয়া আইন তৈরি হলে কতটা বদলাবে করের নিয়ম? ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এতে করদাতাদের জটিলতা কমবে বলে স্পষ্ট করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তনী নির্মলা।
বর্তমানে দেশে ১৯৬১ সালের আয়কর আইন চালু রয়েছে। সেই নিয়মের বদল ঘটাতে নয়া বিল আনছে কেন্দ্র। আর্থিক বিশ্লেষকদের অনুমান, নতুন আইনে আয়করের ক্ষেত্রে ৬০ শতাংশ কমবে জটিলতা। শুধু তা-ই নয়, ব্যক্তিবিশেষ এবং ব্যবসায় করের বিষয়টিকে সহজলভ্য হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, নতুন আইনে কমবে আইনি বিরোধ।
কোনও ব্যক্তির আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে এ দেশে দু’টি কাঠামো চালু রয়েছে। একটি হল, নতুন এবং অপরটি পুরনো আয়কর ব্যবস্থা। করদাতা ইচ্ছামতো কাঠামো মেনে করের টাকা সরকারের কাছে জমা দিতে পারেন। দু’টি কাঠামোয় কর ছাড়ের নিয়মের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। পাশাপাশি করের স্ল্যাবও সেখানে আলাদা আলাদা।
আর্থিক বিশ্লেষকদের একাংশের দাবি, নতুন আয়কর দিলে পুরনো কর কাঠামোকে পুরোপুরি বন্ধ করার পথে হাঁটতে পারে নরেন্দ্র মোদী সরকার। চলতি বছরের ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন। সেখানে নতুন কর কাঠামোয় বিপুল ছাড় ঘোষণা করেছেন তিনি। ২০২৫-’২৬ আর্থিক বছর থেকে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। চাকরিজীবী না হলে ছাড়ের মাত্রা ১২ লক্ষ টাকা বলে ঘোষণা করেছেন জেএনইউ প্রাক্তনী নির্মলা।
প্রসঙ্গত, এ বারের বাজেট বক্তৃতাতেই নতুন আয়কর বিলের কথা বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গলায়। তিনি বলেন, ‘‘আগামী সপ্তাহে নতুন আয়কর বিল সংসদে পেশ করবে সরকার। ‘আগে বিশ্বাস এবং পরে যাচাই’ বিষয়টি মাথায় রেখে এই বিল আনা হবে। বর্তমান আইনের নিয়মকানুন অর্ধেক কমানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’’
আরও পড়ুন:
সূত্রের খবর, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেশ হবে নতুন আয়কর বিল। সেখানে অনুমোদন মিললে সোমবার, ১০ ফেব্রুয়ারি সেটিকে সংসদে তুলবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।