Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Crime

যোধপুর পার্কের গেস্ট হাউসে এক বিদেশিনীর দেহ উদ্ধার

যোধপুর পার্কের একটি গেস্ট হাউস থেকে এক বিদেশিনীর দেহ উদ্ধার হয়েছে।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ১৯:২৪
Share: Save:

যোধপুর পার্কের একটি গেস্ট হাউস থেকে এক বিদেশিনীর দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম হেলেন মারিয়া (৬৯)।

পুলিশ সূত্রে খবর, ছ’জনের একটি দল স্পেন থেকে ভারতে ঘুরতে এসেছিল। শনিবার কলকাতা থেকে তাঁদের মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এ দিন সকালে ওই দলের এক সদস্য হেলেনকে তাঁর ঘরে ডাকতে গিয়ে দেখেন, তিনি ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এর পরেই বিষয়টি জানানো হয় লেক থানায়। পুলিশ এসে হেলেনকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: দেবাঞ্জন খুনে প্রথম গ্রেফতার, তৃষার প্রাক্তন প্রেমিক প্রিন্স এখনও ফেরার

ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টে তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন লেক থানার তদন্তকারী অফিসার। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, শুক্রবার রাতের খাবার খাওয়ার সময় মদ্যপান করেছিলেন ওই বিদেশিনী। অতিরিক্ত মদ্যপানের কারণে, তাঁর মৃত্যু হয়েছে নাকি এর নেপথ্য অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: এসএসকেএমে কুকুরের সেই ডায়ালিসিস কাণ্ডে নির্মল মাজিকে সতর্ক করল মেডিক্যাল কাউন্সিল

এ দিন পুলিশ গিয়ে দেখে, যোধপুর পার্কের ওই গেস্ট হাউসের দ্বিতীয় তলার একটি ঘরে হেলেন মারিয়া পড়েছিলেন। তিনি বৈধ পাসপোর্ট নিয়ে গত ৬ অক্টোবর একটি দলের সঙ্গে কলকাতায় ঘুরতে এসেছিলেন। ওই বৃদ্ধা ব্রিটিশ নাগরিক বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE