Advertisement
১৯ মে ২০২৪

চলন্ত সরকারি বাসে ফের আগুন

প্রাথমিক ভাবে পরিবহণ দফতর মনে করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে আড়াই নম্বরের দিকে নামার সময়ে বাসটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। ঘটনায় কেউ হতাহত হননি।

জ্বলন্ত: আগুনের গ্রাসে। বুধবার, যশোর রোডে। নিজস্ব চিত্র

জ্বলন্ত: আগুনের গ্রাসে। বুধবার, যশোর রোডে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ০০:১৮
Share: Save:

ফের কলকাতার রাস্তায় আগুনে পুড়ে গেল একটি সরকারি বাস।

বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ যশোর রোডের উপরে বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে ওই ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় ডানকুনি-পার্ক সার্কাস রুটের একটি সি-২৩ বাস। শর্ট সার্কিটের জেরে বাসে আগুন লেগেছে বলে

প্রাথমিক ভাবে পরিবহণ দফতর মনে করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে আড়াই নম্বরের দিকে নামার সময়ে বাসটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। ঘটনায় কেউ হতাহত হননি।

পরিবহণ দফতরের এক কর্তা জানান, এ দিনের বাসটি সাড়ে ৯ বছরের পুরনো। তিনি বলেন, ‘‘বাসটি জেএনএনইউআরএম প্রকল্পের বাস ছিল। প্রাথমিক ভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।’’ গত সেপ্টেম্বরেই কৈখালিতে একটি সরকারি বাস আগুনে পুড়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সোনু খান বলেন, ‘‘ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীদের সতর্ক করে চালক পালিয়ে যান। চার জন যাত্রী বাসের পিছনের জানলা দিয়ে লাফ মারেন।’’

ঘটনাস্থলের কাছে বিমানবন্দর কর্তৃপক্ষের একটি বাড়ি রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই বাড়িটি থেকে এবং রাস্তার অন্য প্রান্তের একটি হোটেল থেকে জল নিয়ে বাসের আগুন নেভানোর কাজে নামে বিধাননগর কমিশনারেটের পুলিশ। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।

পুলিশ জানায়, জ্বলন্ত বাসটি রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, বারাসত থেকে কলকাতাগামী যশোর রোড অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যা এড়াতে বারাসতমুখী রাস্তা দিয়ে দু’দিকের যানবাহন চালানো হয়। যশোর রোডে বিরাটি এবং ভিআইপি রোডে তেঘরিয়া পর্যন্ত গাড়ির লাইন পৌঁছে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Fire Bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE