Advertisement
E-Paper

অনুব্রতর কথা, পঞ্চায়েত মামলা এবং আরও খবর

সারাদিনে আর কী কী ঘটল দেখে নিন

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ১৮:৪৭

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব শেষ। প্রত্যাহার পর্ব শুরু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের বীরভূম দখল পর্বও শেষ। জেলা পরিষদ যে শাসক দলের দখলে যাচ্ছে, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। বস্তুত মনোনয়ন জমার পর্ব মেটার আগেই বোঝা গিয়েছিল, ‘কেষ্ট’ এ বার ‘ফার্স্ট বয়’। কিন্তু এ বার ‘কেষ্ট’ বুঝিয়ে দিলেন, ‘ফার্স্ট’ হয়েও তিনি ‘আত্মসন্তুষ্টি’তে ভুগছেন না। বরং আরও ‘ভাল রেজাল্ট’ করতে চাইছেন। এমন সময়েই তৃণমূলের ‘ফার্স্ট বয়’ অনুব্রত মণ্ডলের মুখোমুখি আনন্দবাজার ডট কম।

অন্য দিকে, আপাতত ঝুলে রইল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন নিয়ে শুনানি। এ দিন হাইকোর্টে শুরুই হল না পঞ্চায়েত শুনানি। আগামিকাল, বৃহস্পতিবার ১২ এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন আদালত। পাশাপাশি, বিজেপি-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সুপ্রিম কোর্টও বিরোধীদের জানিয়ে দিল, পঞ্চায়েত নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট।

সারাদিনে আর কী কী ঘটল দেখে নিন:

• এ বার কি প্রত্যাহার করানোর খেলা? সাক্ষাত্কারে কী বললেন কেষ্ট...

আনন্দবাজার ডিজিটালকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনুব্রত মণ্ডলের স্পষ্ট ইঙ্গিত, এ বার শুরু হতে চলেছে মনোনয়ন প্রত্যাহার পর্ব। বললেন, ‘‘শুনলাম কিছু লোক নাকি আবার সারেন্ডার করেছেন। বলছেন যে, আমরা ভুল করে মনোনয়ন জমা দিয়েছি। আমরা উন্নয়নের সঙ্গে থাকতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উন্নয়ন। অনুব্রত মণ্ডলের এত আদর্শ। অনুব্রত মণ্ডলকে মিস করা মানে আমাদের নিজেদেরই ক্ষতি করা।’’ সবিস্তার পড়তে ক্লিক করুন

• বিজেপি-র বিরুদ্ধে এ বার আদালতে তৃণমূলের কল্যাণ

বুধবার সকালে হাইকোর্টে একটি মামলা রুজু করে কল্যাণবাবুর দাবি, “বিজেপি সুপ্রিম কোর্টেও মামলা করেছে। গত কাল এ নিয়ে হাইকোর্টের মামলায় সে তথ্য গোপন করেছে তারা। গত কাল আমি তা বিচারকের কাছে উল্লেখ করেছিলাম। আমাকে আজ সে নিয়ে আবেদন করতে বলা হয়েছে।” কল্যাণবাবুর আরও দাবি, “একই বিষয় নিয়ে দু’টি মামলা রুজু করা যায় না।” সবিস্তার পড়তে ক্লিক করুন

• ভারতের ভোট নিয়ে যা করার করবই: জুকেরবার্গ

গোটা দুনিয়ার চোখ ছিল মার্কিন কংগ্রেসের দিকে। তথ্যফাঁসের ঘটনায় ফেসবুকের সিইও জুকেরবার্গকে ঠিক কতটা চেপে ধরবেন মার্কিন কংগ্রেসের সদস্যরা, তা নিয়েও জল্পনা ছিল তুঙ্গে। মঙ্গলবার, প্রথম দিনের শুনানিতে কিন্তু দোষ স্বীকার করে নিয়েছেন মার্ক জুকেরবার্গ। পাশাপাশি কাঠগড়ায় তুলছেন রাশিয়াকে। সবিস্তার পড়তে ক্লিক করুন

• আলজিরিয়ায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত কমপক্ষে ১০০

মাঝআকাশ থেকে ভেঙে পড়ল আলজিরিয়ার বায়ুসেনার বিমান। আলজিরিয়ায় রাজধানী আলজেয়ার্স থেকে কিছুটা দূরে এই দুর্ঘটনায় কমপক্ষে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দু্র্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। সবিস্তার পড়তে ক্লিক করুন।

• শ্রেয়সীর সোনার দিনই ১ পয়েন্টের জন্য ব্রোঞ্জ হাতছাড়া বর্ষার

আরও একটি সোনা ভারতের। আবারও শুটিংয়ে। এ বার মহিলাদের ডবল ট্র্যাপ ইভেন্টে সেই সোনা জিতে নিলেন শ্রেয়সী সিংহ। হারালেন অস্ট্রেলিয়ার এম্মা কস্ককে। বুধবার গোল্ড কোস্টে ফাইনাল রাউন্ডে টাই হয়ে যায় দু’জনের মধ্যে। দু’জনেই পয়েন্ট করেন ৯৬। শুট অফে বাজিমাত শ্রেয়সীর। সবিস্তার পড়তে ক্লিক করুন।

• বন্ধ হচ্ছে কপিল শর্মার নতুন শো!

‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’ শো-র সবেমাত্র তিনটি মাত্র পর্ব সম্প্রচারিত হয়েছে। আর শুটিং হয়ে রয়েছে আরও বেশ কয়েকটা পর্বের। এরই মাঝে অনুষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্ত নিলেন টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষ। সবিস্তার পড়তে ক্লিক করুন।

Evening News Wrap Anubrata Mandal Kapil Sharma West Bengal Panchayat Elections 2018 Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy