পদার্থবিদ্যা এবং ফলিত গণিতে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলেই গবেষণামূলক কাজে যোগ দিতে পারেন। সম্প্রতি এমনই জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)। জানা গিয়েছে, স্বল্প সময়ের জন্য অস্থায়ী ভাবে নিয়োগ হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের ফিজ়িক্স অ্যান্ড আর্থ সায়েন্সেস বিভাগের অধীনে ফিজ়িক্স অ্যান্ড অ্যাপ্লায়েড ম্যাথ্মেটিক্স ইউনিটে কাজ হবে। সে জন্যই একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ বাড়তে পারে, তবে এই দু’বছরের বেশি নয়।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তকে প্রতিষ্ঠানের নিয়ম মেনে পারিশ্রমিক দেওয়া হবে।
আবেদনকারীদের ফিজ়িক্স অ্যান্ড অ্যাপ্লায়েড ম্যাথ্মেটিক্স পিএইচডি থাকতে হবে। পাশাপাশি সায়েন্স সাইটেশন জার্নালে ন্যূনতম একটি প্রকাশিত গবেষণাপত্র থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে। ইচ্ছুক প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৪ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।