শিক্ষকতা পেশা হিসাবে দায়িত্ব-নির্ভর। আর সেই পেশাতেই যখন বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের সঙ্গে কাজ করতে হয়, তখন যেন আরও বেশি দায়িত্ব থেকে যায়। কারণ, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের পড়াশোনা শেখানোর ইচ্ছেটাও যেমন দরকার, তেমন তাঁদের কথা বোঝা, তাঁরা কী ভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন, সেই বিষয়টিও বোঝা দরকার। আবার, তাঁদের কোন কৌশলে সহজ ভাবে পড়াশোনা শেখানো যায়, তা জানাও খুবই প্রয়োজনীয়। এই বিভাগে শিক্ষকতা পেশা নির্বাচনের জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণের, বিশেষ পড়াশোনার।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে (এনএসওইউ) রয়েছে এই বিষয়ে পড়ার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে বিএড এবং এমএড স্পেশাল এডুকেশন কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিএড স্পেশাল এডুকেশনের কোর্সটি দু’বছরের। পড়ানো হবে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে (ওডিএল) । কোর্সটি নয়াদিল্লির রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) দ্বারা স্বীকৃত। প্রতিবন্ধকতার যে বিষয়গুলিতে স্পেশালাইজ়েশন করা যাবে, সেগুলি হল ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজ়এবিলিটিজ় (আইডিডি), হিয়ারিং ইমপেয়ারমেন্ট (এইচআই) এবং ভিশ্যুয়াল ইমপেয়ারমেন্ট (ভিআই)। মোট শূন্য আসন সংখ্যা ৪০০। কোর্স ফি-র পরিমাণ ৪০,০০০ টাকা।
পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের স্পেশাল এডুকেশনে স্নাতকোত্তর (এমএড)-এর কোর্সটি দু’বছর ছ’মাসের। যা পাঁচটি সেমেস্টারে বিভক্ত। পড়ানো হবে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে (ওডিএল)। কোর্সটি নয়াদিল্লির রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) দ্বারা স্বীকৃত। প্রতিবন্ধকতার যে বিষয়গুলিতে স্পেশালাইজ়েশন করা যাবে সেগুলি হল, ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিজ়এবিলিটিজ় (আইডিডি), হিয়ারিং ইমপেয়ারমেন্ট (এইচআই) এবং ভিশ্যুয়াল ইমপেয়ারমেন্ট (ভিআই)। সব মিলিয়ে মোট আসনসংখ্যা ৬০। কোর্স ফি-র পরিমাণ ৮৫,০০০ টাকা। বিএড এবং এমএড— উভয় কোর্সের ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেন্টার আয়োজনের দায়িত্বে থাকবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ দিতে হবে ৫০০ টাকা। আগামী ২৫ জুন আবেদনের শেষ দিন নির্ধারিত হয়েছিল। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এই বিষয়ে আগ্রহীরা বিস্তারিত জানতে পারবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।