ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে গবেষণাধর্মী কাজের সুযোগ। গবেষণা প্রকল্পের জন্য টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করবে রাজ্যের অন্যতম সেরা প্রতিষ্ঠান। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা। এ জন্য ইচ্ছুক প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানের ওশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নেভাল আর্কিটেকচারা বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পের নাম— ‘হাইড্রোডায়নামিক অ্যান্ড স্ট্রাকচারাল ডিজ়াইন অ্যান্ড অ্যানালিসিস অফ টোড বডিস’। প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-র নেভাল ফিজ়িক্যাল অ্যান্ড ওশানোগ্রাফিক ল্যাবরেটরি।
প্রকল্পের জন্য এক জন জুনিয়র প্রজেক্ট অফিসার- টেকনিক্যাল পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁকে ছ’মাস কাজ করতে হবে গবেষণা প্রকল্পে। শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে সাম্মানিক হবে মাসে ৩৫,৪০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। পাশাপাশি, তাঁদের মেকানিক্যাল, ওশান, ইলেকট্রনিক্স, সিভিল, এরোস্পেস বিটেক বা এমটেক ডিগ্রি থাকতে হবে। যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আগামী ৩০ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
কোয়ান্টাম সায়েন্স নিয়ে গবেষণা! আইআইটি মাণ্ডি-তে শুরু পিএইচডি-র ভর্তি প্রক্রিয়া
-
১,৩০০ জন কর্মী প্রয়োজন দেশের বিভিন্ন এমস-এ, আবেদনকারীদের যোগ্যতা যাচাই কী ভাবে?
-
বেসরকারি সংস্থার সঙ্গে একযোগে গবেষণা যাদবপুরে, গবেষকদের সাম্মানিক কত হতে পারে?
-
ব্যাঙ্ক অফ বরোদা-য় ৮২ জন কর্মী প্রয়োজন, কোন কোন পদে আবেদন জানানো যাবে অনলাইনে?