রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্নাতকেরা কাজের সুযোগ পেতে পারেন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর তরফে তাঁদের তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) হিসাবে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ পাঁচটি।
মিনিস্ট্রি অফ কনসিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন-এর অধীনস্থ ওই সংস্থার ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন ডিপার্টমেন্টে নিযুক্তদের কাজ করতে হবে। তাই আগ্রহীদের বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পেতে পারেন।
আরও পড়ুন:
এ ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। পাশাপাশি, মার্কেটিং, ম্যানেজমেন্ট সিস্টেম বিভাগে অন্তত দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তবেই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন।
নিযুক্তেরা প্রতি মাসে ৭০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তদের মূলত সংস্থার দক্ষিণ ভারতীয় রাজ্যের দফতরে নিয়োগ করা হবে। তবে, দেশের অন্য দফতরেও কাজের জন্য যেতে হতে পারে।
আবেদনকারীদের মেধা, যোগ্যতার নিরিখে চূড়ান্ত পর্যায়ে নিয়োগের জন্য বেছে নেওয়া হবে। নিয়োগের আগে তাঁদের পরীক্ষা, ইন্টারভিউ দেওয়া আবশ্যক। মোট দু’বছরের চুক্তিতে কাজ চলবে। চুক্তি সংক্রান্ত বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট (bis.gov.in) মারফত দেখে নেওয়া প্রয়োজন। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৫ সেপ্টেম্বর।