রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। হিন্দুস্থান কপার লিমিটেড-এ জুনিয়র ম্যানেজার প্রয়োজন। ওই পদে মোট ৬৪ জনকে বেছে নেওয়া হবে।
মাইনিং, জিয়োলজি, সার্ভে, এনভায়রনমেন্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, মিনারেল প্রসেসিং, ফিনান্স, হিউম্যান রিসোর্স, অ্যাডমিনিস্ট্রেশন, ল এবং মেটিরিয়ালস অ্যান্ড কনট্যাক্টস বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও শর্তসাপেক্ষে উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। কলকাতা, পটনা, বেঙ্গালুরু-সহ ১৪টি শহরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। কম্পিউটার বেসড টেস্ট-এর (সিবিটি) মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণদের নথি যাচাইয়ের পর চূড়ান্ত পর্বের বাছাই পর্ব শুরু হবে।
উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। আগ্রহীদের ৫০০ টাকা ফি দিয়ে অনলাইনে প্রতিষ্ঠানের ওয়েবসাইট মারফত আবেদন জমা দিতে হবে। আবেদন ২৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত পাঠানোর সুযোগ পাবেন।