কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীনস্থ সংস্থায় কর্মখালি। ওই সংস্থায় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। সংস্থার নাম ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। শূন্যপদ পাঁচটি।
উল্লিখিত পদে ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার কোনও বিষয়ে ডিপ্লোমা অর্জন করলেও আবেদন করা যেতে পারে। তবে উভয় ক্ষেত্রেই তাঁদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের জন্য পারিশ্রমিক হিসাবে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট তিন বছরের চুক্তিতে ওই কাজে বহাল থাকতে হবে।
আগ্রহীদের ইন্টারভিউয়ের জন্য ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের নাগপুর কেন্দ্রে উপস্থিত হতে হবে। ওই দিন কী কী নথি সঙ্গে রাখা প্রয়োজন, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট (recruitment.neeri.res.in) থেকে দেখে নিতে পারেন। আগামী ২ জুলাই ইন্টারভিউ নেওয়া হবে।