চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ করবে দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি একটি স্কুল। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
জেলার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের জন্য অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। মোট তিনটি শূন্যপদ রয়েছে। চুক্তির ভিত্তিতে বিষয় অনুযায়ী ছ’মাস, এক বছর এবং দু’বছরের মেয়াদে কাজ করতে হবে। গণিত, ইংরেজি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে। প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর থাকা প্রয়োজন। পাশাপাশি যদি অবসরপ্রাপ্ত শিক্ষক আবেদন করেন, তা হলে তাঁর বয়স ৬৫ বছরের মধ্যে থাকা দরকার। এ ছাড়াও আবেদনকারীর বয়স ৩৮ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ২৩ ও ২৫ জুলাই হবে ইন্টারভিউ। সকাল ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে প্রার্থীদের। আবেদনপত্র ডাউনলোড করতে প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। কী কী নথি প্রয়োজন সেই তথ্য এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।