দেশের পূর্বাঞ্চলে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন মাইনিং লিমিটেড (এনএমএল)। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এনটিপিসি লিমিটেডের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থায় অবসরপ্রাপ্তেরা কাজের সুযোগ পাবেন। এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে, যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে অ্যাসোসিয়েট পদে। শূন্যপদ তিনটি। নিযুক্তদের রাঁচিতে এনএমএল-এর সদর দফতরে পোস্টিং দেওয়া হবে। মূলত সংস্থার ফিন্যান্স বিভাগ দেখভালের দায়িত্বে থাকবেন তাঁরা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। তাঁদের কাজের মেয়াদ থাকবে এক বছর। নিযুক্তদের সংস্থার নিয়মবিধি মেনেই প্রতি মাসে বেতন দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্সে স্নাতক-উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থা/কেন্দ্র বা রাজ্য সরকারি সংস্থা/কেন্দ্র বা রাজ্য সরকার অধীনস্থ স্বশাসিত সংস্থা/জাতীয় স্তরের পেশাদারি সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিক হতে হবে।
আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৮ জুলাই আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য সংস্থার ওয়েবসাইট থেকে জানা যাবে।